ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সরাইলে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

প্রকাশিত: ২০:৪১, ৯ এপ্রিল ২০২১

সরাইলে প্রতিপক্ষের হামলায় যুবক নিহত

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ সরাইলে প্রতিপক্ষের হামলায় দেলোয়ার হোসেন (২০) নামে একজন নিহত হয়েছেন। বুধবার রাতে পাকশিমুল ইউনিয়নের দক্ষিণ পাড়ায় এ ঘটনা ঘটে। নিহত দেলোয়ার আব্দুল হান্নানের ছেলে। পুলিশ বৃহস্পতিবার সকালে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠায়। জানা যায়, পাকশিমুল ইউনিয়নের বর্তমান চেয়ারম্যান সাইফুল ইসলাম ও সাবেক চেয়ারম্যান কাশেম আলীর মধ্যে দীর্ঘদিন যাবত বিরোধ চলে আসছিল। এরই জের ধরে বুধবার সন্ধ্যায় উভয় পক্ষের মধ্যে হাতাহাতি হয়। হাতাহাতির জেরে বর্তমান চেয়ারম্যানের লোকজন দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সাবেক চেয়ারম্যানের লোকজনের বাড়িতে হামলা করে। এ সময় দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে বল্লমের আঘাতে গুরুতর আহত হয় দেলোয়ার হোসেন। পরে পরিবারের লোকজন উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে আসলে অবস্থার অবনতি হলে ঢাকায় নেয়ার পথে সে মারা যায়। সরাইল সার্কেলে সিনিয়র সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, এই ঘটনায় ইতোমধ্যে চারজনকে আটক করা হয়েছে। ফের সংঘর্ষ এড়াতে ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা আছে। কুষ্টিয়ায় আহত ১৫, বাড়িঘর ভাঙচুর নিজস্ব সংবাদদাতা জানান, কুষ্টিয়ায় দুই গ্রুপের দফায় দফায় সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছে। এ সময় ভাঙচুর করা হয় অন্তত ২০টি বাড়ি। বুধবার সন্ধ্যা ও বৃহস্পতিবার সকালে খোকসার কোমরভোগ গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনায় জড়িত থাকার দায়ে পুলিশ ২১ জনকে আটক করেছে। এলাকায় উত্তেজনা বিরাজ করছে। সেখানে পুলিশ মোতায়েন করা হয়েছে। সূত্র জানায়, স্থানীয় আওয়ামী লীগ নেতা ইউপি সদস্য জাবেদ মেম্বার ও সাবেক ইউপি সদস্য তুহিন গ্রুপের মধ্যে দীর্ঘদিন ধরে আধিপত্য বিস্তার নিয়ে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার সন্ধ্যায় দু’গ্রুপের মধ্যে সংঘর্ষের সূত্রপাত হয়। পরে বৃহস্পতিবার সকালে উভয় পক্ষ ফের সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে কমপক্ষে ১৫ জন আহত হন। সংঘর্ষের সময় উভয় পক্ষের ২০টি বাড়িঘরে ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে।
×