ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

খোলা আকাশের নিচে বি’বাড়িয়া পৌরসভার প্রথম সভা

প্রকাশিত: ২০:৪০, ৯ এপ্রিল ২০২১

খোলা আকাশের নিচে বি’বাড়িয়া পৌরসভার প্রথম সভা

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার নবনির্বাচিত মেয়রের দায়িত্বভার গ্রহণ ও পৌর পরিষদের প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে খোলা আকাশের নিচে। বৃহস্পতিবার সকালে দেড়শ বছরের ইতিহাসে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার প্রথম নির্বাচিত নারী মেয়র দ্বিতীয়বারের মতো বিজয়ী হয়ে নতুন মেয়াদের দায়িত্বভার গ্রহণ করেন। এ সময় পৌর পরিষদ, পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। নবনির্বাচিত মেয়র নায়ার কবির বলেন, দ্বিতীয়বারের মতো আমার এই দায়িত্বভার গ্রহনের অনুষ্ঠান আনন্দের হলেও এটি নস্যাৎ করে দিয়েছে গত ২৮ মার্চের হেফাজতের হরতাল চলাকালে ভাংচুর ও অগ্নিসংযোগের মাধ্যমে। ঐতিহ্যবাহী ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা-টি আজ প্রাণহীন। পুড়িয়ে দেয়া হয়েছে সকল নথিপত্র, রেকর্ডপত্র ও দেড়শ বছরের ঐতিহ্যকে। তাই বাধ্য হয়েই আজ খোলা আকাশের নিচে রাস্তায় বসে আমি মেয়রের দায়িত্বভার গ্রহণ করছি। তিনি এই পরিস্থিতিতে পৌরসভার সকল নাগরিক সেবা থেকে বঞ্চিত হওয়ায় দুঃখ প্রকাশ করেন। এছাড়া দ্রুত সময়ের মধ্যেই নাগরিক সেবা চালু করা হবে আশ্বাস দেন এবং সকলের সহযোগিতা কামনা করেন।
×