ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

খুলনায় ১৭ হাজার দুঃস্থ পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার

প্রকাশিত: ২০:৩৫, ৮ এপ্রিল ২০২১

খুলনায় ১৭ হাজার দুঃস্থ পরিবার পাচ্ছে প্রধানমন্ত্রীর উপহার

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ করোনাভাইরাস প্রতিরোধকল্পে লকডাউন কালে খুলনা জেলার ৬৮ টি ইউনিয়নে কর্মহীন, দুঃস্থ, অসহায় ও ক্ষতিগ্রস্ত ১৭ হাজার পরিবার পাচ্ছেন মুজিববর্ষে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার। ইতোমধ্যে খুলনা জেলা প্রশাসন এই শুভেচ্ছা সহায়তা প্রদান কার্যক্রম শুরু করেছে। আজ বৃহস্পতিবার (৮ এপ্রিল) খুলনা ফুলতলা উপজেলার দামোদর ইউনিয়ন ও দিঘলিয়া উপজেলার যোগীপোল ইউনিযনে ২৫০ জন করে মোট ৫০০ জন কর্মহীন, দুস্থ অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা অনুদান তুলে দেন জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন। সামাজিক দূরত্ব বজায় রেখে ও স্বাস্থ্যবিধি অনুসরণ করে আয়োজিত শুভেচ্ছা উপহার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান, জেলার পুলিশ সুপার মোঃ মাহবুব হাসান, খুলনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ ইউসুপ আলী, ফুলতলা ও দিঘলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, উপজেলা নির্বাহী অফিসার, সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ ও বিভিন্ন মিডিয়ার কর্মীরা। লকডাউন কালে প্রধানমন্ত্রীর অনুদান পেয়ে দুঃস্থ, কর্মহীন, অসহায় ও ক্ষতিগ্রস্ত পরিবারের লোকেরা অত্যন্ত খুশি। তারা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন এবং তাঁর দীর্ঘায়ু কামনা করেন। এর আগে বুধবার বটিয়াঘটা উপজেলার জলমা ইউনিয়নে ২৫০ দুঃস্থ, অসহায়, ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বিতনের মধ্য দিয়ে এ কার্যক্রম শুরু হয়্। এ বিষযয়ে জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল বলেন, খুলনা জেলার ৬৮ টি ইউনিয়নের ১৭ হাজার পরিবারের মাঝে পর্যায়ক্রমে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার দেয়া হচ্ছে। উল্লেখ্য, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় উপহার বিতরণ কার্যক্রম বাস্তবায়িত হচ্ছে।
×