ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শহীদুর রহমান শাহীন

দেয়াল

প্রকাশিত: ২০:১৫, ৯ এপ্রিল ২০২১

দেয়াল

দেয়ালের ভেতরে দেয়াল তারপর আবার দেয়াল এভাবে দেয়ালের সংখ্যা বাড়তে বাড়তে এক সময় নিযুত কোটি দ্বিখণ্ডিত সত্তা কিলবিল করে আনাচে কানাচে একান্নবর্তীর উঠোনে, কৃষকের লাঙলে মাঝিদের জালে, কিংবা নিষ্ফল প্রেমিক-প্রেমিকার ব্যর্থ চুম্বনে, কর্পোরেটের শাখা-প্রশাখায় ঊর্ধ্বমুখী সূচকের মারমুখী দাপটে, আকাশ হতে নাজেল হওয়া নাজির উজিরের পকেটে (নকল হইতে সাবধান ভাইসব।) দেয়াল বাড়ে হলুদ ঝরা পাতার মতো জটলা পাকানো ক্লিব-বৈঠকীদের মনে প্রার্থনালয়ে চূড়াপতিদের মস্তিষ্কেও কত শত শেওলা ধরা দেয়াল সেই ছোট বেলার মাঠ কিংবা দত্তবাড়ির পুকুর আজ বুলডোজারের খাদ্য এভাবে নতুন চটকদার নানা দেয়ালের চলে নিরলস বিনির্মাণ।
×