ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

মেট্রোরেল প্রকল্পে কাজ করা ৫১৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত

প্রকাশিত: ১৯:০৮, ৮ এপ্রিল ২০২১

মেট্রোরেল প্রকল্পে কাজ করা ৫১৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত

স্টাফ রিপোর্টার ॥ মেট্রোরেল প্রকল্পে কাজ করা ৫১৮ জন করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন। তাদের চিকিৎসায় যথাযথ ব্যবস্থা নেয়া হচ্ছে। বৃহস্পতিবার ডিএমটিসিএল মেট্রোরেল-৬ এর সর্বশেষ অগ্রগতি প্রকাশ করে। প্রকাশিত অগ্রগতিতে এসব তথ্য জানা গেছে। ডিএমটিসিএল এর ব্যবস্থাপনা পরিচালক এম এন সিদ্দিক জানান, বাস্তবায়নাধীন প্রকল্পসমূহে কর্মরত দেশি জনবলকে অনলাইন রেজিস্ট্রেশনের মাধ্যমে ভ্যাকসিন দেয়া হচ্ছে। সরকারের সিদ্ধান্ত অনুযায়ী বিদেশিদের ভ্যাকসিন দেয়ার জন্য অনলাইনে রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রকল্প এলাকায় মোট ৫১৮ জন করোনায় আক্রান্ত হয়েছেন। করোনার দ্বিতীয় ঢেউয়ে নতুন করে ৪৮ জন আক্রান্ত হয়েছেন। প্রকল্প এলাকায় কাজ করছেন মোট ৭ হাজার জন।
×