ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

শিশুদের ওপর এ্যাস্ট্রাজেনেকা টিকার পরীক্ষা স্থগিত

প্রকাশিত: ০১:০৯, ৮ এপ্রিল ২০২১

শিশুদের ওপর এ্যাস্ট্রাজেনেকা টিকার পরীক্ষা স্থগিত

জনকণ্ঠ ডেস্ক ॥ চীন থেকে ছড়িয়ে পড়া করোনাভাইরাস বিশ্বের সবকটি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে। আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফোর হিসাব অনুযায়ী, বাংলাদেশ সময় বুধবার পর্যন্ত বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১৩ কোটি ৩৩ লাখ ৮৭ হাজার ৩৩৩ জন। এর মধ্যে ২৮ লাখ ৯১ হাজার ৯২১ জনের মৃত্যু হয়েছে। চিকিৎসা গ্রহণের পর সুস্থ হয়ে উঠেছে ১০ কোটি ৭৫ লাখ ৩৭ হাজার ৬৫৩ জন। খবর এএফপি, বিবিসি, এনডিটিভি, ওয়ার্ল্ডোমিটারস ডট ইনফো ও ইয়াহু নিউজের। এদিকে অক্সফোর্ড-এ্যাস্ট্রাজেনেকার করোনা টিকা নেয়ার পর গ্রহীতাদের শরীরে রক্ত জমাটের অভিযোগ উঠছে বেশ অনেক দিন ধরেই। ইতোমধ্যেই ইউরোপের অনেক দেশ সংস্থাটির টিকা প্রযোগ বন্ধ রেখেছে। আর এবার সতর্কতার অংশ হিসেবে শিশুদের ওপর এ্যাস্ট্রাজেনেকার টিকার পরীক্ষামূলক প্রয়োগ বন্ধ ঘোষণা করেছে যুক্তরাজ্য। অক্সফোর্ড ইউনিভার্সিটির প্রফেসর এ্যান্ডু পোলার্ড জানিয়েছেন, শিশুদের ওপর টিকার পরীক্ষায় নিরাপত্তা নিয়ে কোন শঙ্কা নেই। তারপরও তাদের বিজ্ঞানীরা রক্ত জমাট বাঁধার অভিযোগের বিষয়ে আরও তথ্যের জন্য অপেক্ষা করছেন। টিকা সরবরাহে বিলম্ব, সেরামকে এ্যাস্ট্রাজেনেকার আইনী নোটিস ॥ সরবরাহে বিলম্ব করায় করোনাভাইরাসের ভ্যাকসিন কোভিশিল্ডের উৎপাদনকারী প্রতিষ্ঠান সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়াকে (এসআইআই) আইনী নোটিস পাঠিয়েছে এর উদ্ভাবক কোম্পানি এ্যাস্ট্রাজেনেকা। ভ্যাকসিনের উৎপাদন বাড়াতে সিরাম ইনস্টিটিউট প্রচণ্ড চাপের মুখে রয়েছে বলে প্রতিষ্ঠানটির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আদর পুনাওয়ালা মন্তব্য করার একদিন পর বুধবার এই আইনী নোটিস পেল।
×