ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

শোক সংবাদ

প্রকাশিত: ২৩:৩১, ৮ এপ্রিল ২০২১

শোক সংবাদ

মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ সংবাদদাতা, লালপুর, ৭ এপ্রিল ॥ বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ (৭১) মঙ্গলবার দুপুরে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী ও ১ মেয়ে রেখে গেছেন। বাদ মাগরিব বিলমাড়ীয়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় মোহরকয়া কবরস্থানে তাকে দাফন করা হয়েছে। মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন নিজস্ব সংবাদদাতা, ঠাকুরগাঁও, ৭ এপ্রিল ॥ রাণীশংকৈল উপজেলার ভরনিয়া মশালডাঙ্গী গ্রামের বাসিন্দা বীর মুক্তিযোদ্ধা আফতাব উদ্দিন (৭৫) মঙ্গলবার সকালে নিজ বাসভবনে হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, ৫ ছেলে ও ৫ মেয়ে রেখে গেছেন। বিকেলে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে রাষ্ট্রীয় মর্যাদায় তার লাশ দাফন করা হয়েছে। জহির উদ্দিন পিন্টু নিজস্ব সংবাদদাতা, কুমিল্লা, ৭ এপ্রিল ॥ কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-২ এর পরিচালক চৌদ্দগ্রাম উপজেলার ২ নং উজিরপুর ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি কালীকৃষ্ণ নগর গ্রামের বাসিন্দা মোঃ জহির উদ্দিন পিন্টু (৫৫) ঢাকার একটি হাসপাতালে বুধবার ভোর সাড়ে ৫টার দিকে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে গেছেন। বিকেলে স্থানীয় শিবের বাজার সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। লিয়াকত আলী মোল্লা পারুলিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক সিনিয়র শিক্ষক এবং নরসিংদীর পলাশ থানা আওয়ামী লীগের সাবেক কার্যকরী সদস্য মোঃ লিয়াকত আলী মোল্লা গত ২০ মার্চ হৃদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী ও দুই ছেলে রেখে গেছেন। ঐদিন বাদ আছর পারুলিয়া উচ্চ বিদ্যালয় মাঠে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়। মাজেদা খানম ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) ফেনী জেলা শাখার সাধারণ সম্পাদক আ.স.ম আবু বকর ছিদ্দিকের সহধর্মিণী মাজেদা খানম (৫২) গত ৬ এপ্রিল ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্বামী, ২ পুত্র ও ১ কন্যা রেখে গেছেন। তাঁর মৃত্যুতে আইডিইবি কেন্দ্রীয় নির্বাহী কমিটি শোক প্রকাশ করেছে।
×