ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

লকডাউন কার্যকর হচ্ছে না ॥ বিএনপি

প্রকাশিত: ২৩:৩১, ৮ এপ্রিল ২০২১

লকডাউন কার্যকর হচ্ছে না ॥ বিএনপি

স্টাফ রিপোর্টার ॥ সরকারের অব্যবস্থাপনায় কোথাও লকডাউন কার্যকর হচ্ছে না বলে অভিযোগ করেছে বিএনপি। বুধবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের দফতরের দায়িত্বে থাকা সাংগঠনিক সম্পাদক এমরান সালেহ প্রিন্স এ অভিযোগ করেন। প্রিন্স বলেন, করোনার দ্বিতীয় টেউ মোকাবেলায় গত বছরের মতো এবারও সরকারের পদক্ষেপ সমন্বয়হীন, অপরিকল্পিত ও অদূরদর্শী। এবার সরকার অনেক সময় হাতে পেলেও পূর্ব প্রস্তুতি না থাকায় করোনা মোকাবেলা কার্যক্রমে হ-য-ব-র-ল অবস্থা। সরকার করোনা মোকাবেলায় কার্যকর উদ্যোগ নিচ্ছে না অভিযোগ করে তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত নয় বলেই তারা জনগণের দুঃখ-দুর্দশা নিরসনে উদাসীন। প্রিন্স বলেন, দেশে করোনা সংক্রামণের হার রকেট গতিতে বেড়ে চলছে। মাত্র এক মাসে করোনা সংক্রমণ হার ২ শতাংশ থেকে ৯৬ শতাংশে গিয়ে দাঁড়িয়েছে। হাসপাতালগুলোর অবস্থা বেগতিক। ঢাকাসহ বিভিন্ন জেলা শহরে সরকারী-বেসরকারী হাসপাতালে করোনা রোগী দিয়ে পরিপূর্ণ। কোন সিট খালি নেই হাসপাতালে। নেই পর্যাপ্ত আইসিইউ, ভেন্টিলেটর ও অক্সিজেন। ফলে করোনা আক্রান্ত রোগীরা চিকিৎসার জন্য এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে ছুটতে ছুটতে পথের মধ্যেই মৃত্যুর কোলে ঢলে পড়ছেন। এর দায় সরকারকেই বহন করতে হবে।
×