ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

রূপপুর পরমাণু প্রকল্পের ২৬০ বিদেশী কোয়ারেন্টাইনে

প্রকাশিত: ২৩:২৭, ৮ এপ্রিল ২০২১

রূপপুর পরমাণু প্রকল্পের ২৬০ বিদেশী কোয়ারেন্টাইনে

নিজস্ব সংবাদদাতা, পাবনা, ৭ এপ্রিল ॥ করোনার মধ্যে ইউরোপ থেকে ফেরা রূপপুর পারমাণবিক বিদ্যুত প্রকল্পে কর্মরত ২৬০ বিদেশী কর্মীকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে। প্রকল্প এলাকা রূপপুরে ৩টি আলাদা স্থানে তাদের কোয়ারেন্টাইনে রাখা হয়েছে বলে প্রকল্প সূত্রে জানা গেছে। রূপপুর পারমাণবিক বিদ্যুত প্রকল্পের আবাসিক এলাকা গ্রিন সিটির দায়িত্বরত চিকিৎসক ডাঃ ফখরুল ইসলাম জানান, রূপপুর প্রকল্পে কর্মরত ২৬০ জন বিদেশী নাগরিকের মধ্যে বেশিরভাগই রাশিয়ান। মঙ্গলবার ইউরোপ থেকে তারা কাজে যোগদানের জন্য প্রকল্প এলাকায় আসলে তাদের ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে পাঠানো হয়। ১৩ দিন পর তাদের করোনা পরীক্ষা করা হবে। রিপোর্ট নেগেটিভ আসলে তবেই তারা কাজে যোগ দিতে পারবেন। তিনি আরও জানান, কোয়ারেন্টাইনে রাখার পাশাপাশি তাদের নিয়মিত মেডিক্যাল মনিটরিং করা হচ্ছে।
×