ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শীতলক্ষ্যায় লঞ্চডুবি

বিআইডব্লিউটিএ’র মামলা ॥ দুই তদন্ত কমিটির গণশুনানি আজ

প্রকাশিত: ২৩:২৭, ৮ এপ্রিল ২০২১

বিআইডব্লিউটিএ’র মামলা ॥ দুই তদন্ত কমিটির গণশুনানি আজ

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ শীতলক্ষ্যা নদীর কয়লাঘাট এলাকায় কার্গো জাহাজের ধাক্কায় যাত্রীবাহী এমএল সাবিত আল হাসান নামের লঞ্চ ডুবে ৩৪ জনের মৃত্যুর ঘটনায় বিআইডব্লিউটিএ মামলা দায়ের করেছে। বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক (নৌযান ট্রাফিক) বাবু লাল বৈদ্য বাদী হয়ে বন্দর থানায় মঙ্গলবার রাতে এই মামলা দায়ের করেন। সুনির্দিষ্ট কাউকে আসামি না করে অজ্ঞাত হিসেবে মামলা দায়ের করা হয়। এদিকে লঞ্চ ডুবির ঘটনায় জেলা প্রশাসনের গঠিত তদন্ত কমিটি আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে বিকেল পর্যন্ত লঞ্চ দুর্ঘটনায় গণশুনানির জন্য গণবিজ্ঞপ্তি জারি করেছে। এছাড়াও নৌপরিবহন মন্ত্রণালয়ের গঠিত তদন্ত কমিটিও একই দিন বেলা ১১টা থেকে দুপুর পর্যন্ত গণশুনানির আয়োজন করেছে। বন্দর থানার ওসি দীপক চন্দ্র সাহা জানান, লঞ্চডুবির দুর্ঘটনার জন্য দায়ী কার্গো জাহাজের অজ্ঞাতনামা আসামি করে ইনল্যান্ড শিপিং অর্ডিন্যান্স ১৯৭৬-এর ৭০ পেনাল কোর্ড ২৮০, ৩০৪, ৩২৯, ৩৩৮, ৪২৭ ও ৪৩৭ ধারায় মামলাটি দায়ের করা হয়েছে। মামলার এজাহারে শীতলক্ষ্যায় কার্গো জাহাজের বেপরোয়া গতিতে চালানো এবং অবৈধ প্রতিযোগিতাকেই দায়ী করা হয়েছে। এছাড়া মামলায় লঞ্চডুবির ঘটনায় নিহত ৩৪ জনের নাম উল্লেখ করা হয়েছে। ওসি আরও জানান, মঙ্গলবার রাতে বিআইডব্লিউটিএ’র উপ-পরিচালক বাবু লাল বৈদ্য বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন (মামলা নম্বর ৬)। তিনি জানান, পুলিশ মামলাটির সুষ্ঠু তদন্ত করে দায়ী কার্গো জাহাজটিকে শনাক্ত করে জাহাজের চালক, মাস্টারসহ জড়িতদের আইনের আওতায় নিয়ে আসা হবে। জেলা প্রশাসনের তদন্ত কমিটির আহ্বায়ক ও অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খাদিজা তাহেরা ববি লঞ্চডুবির ঘটনায় গণশুনানির জন্য বুধবার গণবিজ্ঞপ্তি জারি করেছেন। তিনি বলেন, বৃহস্পতিবারের গণশুনানিতে লঞ্চডুবির ঘটনায় নিহতের আত্মীয়-স্বজন, বেঁচে যাওয়া লঞ্চযাত্রী ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্য নেয়া হবে। গত রবিবার সন্ধ্যা সাড়ে ছয়টায় নারায়ণগঞ্জের বিআইডব্লিউটিএ লঞ্চ টার্মিনাল থেকে ছেড়ে যাওয়া যাত্রীবাহী লঞ্চ এমএল সাবিত আল হাসানকে শহরের কয়লাঘাট এলাকায় কার্গো জাহাজ ‘এসকেএল-৩’ বেপরোয়াভাবে পেছন থেকে ধাক্কা দিলে লঞ্চটি ডুবে যায়। এ ঘটনায় শিশু-নারীসহ ৩৪ জনের লাশ উদ্ধার করা হয়। ২০ যাত্রী সাঁতরিয়ে তীরে উঠতে সক্ষম হয়।
×