ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই ॥ স্বাস্থ্যমন্ত্রী

প্রকাশিত: ২৩:১১, ৮ এপ্রিল ২০২১

করোনা মোকাবেলায় স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই ॥ স্বাস্থ্যমন্ত্রী

স্টাফ রিপোর্টার ॥ করোনার মতো সৃষ্ট মহামারী মোকাবেলায় সবাইকে সম্মিলিতভাবে চেষ্টা করতে হবে। এই ভাইরাস প্রতিরোধের অংশ হিসেবে সকলের মাস্ক পরা, সামাজিক দূরত্ব বজায় রাখা, হাত ধোয়ার মতো স্বাস্থ্যবিধি মেনে চলার বিকল্প নেই। বুধবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের ডাঃ মিল্টন হলে ‘বিশ্ব স্বাস্থ্য দিবস ২০২১’ উপলক্ষে আয়োজিত জুম সভায় প্রধান অতিথির বক্তব্যে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এসব কথা বলেন। করোনাভাইরাসের প্রকোপ বাড়ার বিষয়ে স্বাস্থ্যমন্ত্রী বলেন, কোভিড-১৯ সংক্রমণ বাড়ায় সরকার ইতোমধ্যে মহাখালীর আইসোলেশন সেন্টারকে আইসিইউসহ নয় শ’ শয্যার হাসপাতাল করার উদ্যোগ হাতে নিয়েছে। এছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার উদ্যোগে টিকা প্রদানের কাজ এগিয়ে চলছে। এই কার্যক্রমকে এগিয়ে নিতে আগামীতে আরও টিকা আমদানির প্রক্রিয়া শুরু হচ্ছে। তিনি বলেন, করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের সেবা, করোনাভাইরাস শনাক্তকরণ পরীক্ষা, ভ্যাকসিন প্রদান কার্যক্রমসহ অন্যান্য চিকিৎসাসেবা প্রদানের ক্ষেত্রে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ বলেন, বর্তমান পরিস্থিতিতে রোগীদের সেবা কার্যক্রম বৃদ্ধির লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যায়ের বর্তমান প্রশাসন কার্যকরী উদ্যোগ নিয়েছে। করোনায় আক্রান্ত রোগীদের জন্য সাধারণ ১০০টি শয্যা, ২০টি কেবিন এবং ১০টি আইসিইউ শয্যা নতুন করে সংযোজন করেছে। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা বিভাগের সচিব মোঃ আলী নূর, স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মোঃ লোকমান হোসেন মিয়া ও ডাঃ সাংগে ওয়াংমো। সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক ডাঃ মোঃ শারফুদ্দিন আহমেদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন পাবলিক হেলথ এ্যান্ড ইনফরমেটিকস বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ মোঃ খালেকুজ্জামান। সভায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডাঃ মুহাম্মদ রফিকুল আলম, উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডাঃ মোঃ জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডাঃ এ কে এম মোশাররফ হোসেন, কোষাধ্যক্ষ অধ্যাপক ডাঃ মোহাম্মদ আতিকুর রহমান, রেজিস্ট্রার অধ্যাপক ডাঃ এবিএম আব্দুল হান্নান, প্রক্টর অধ্যাপক ডাঃ মোঃ হাবিবুর রহমান দুলাল, পরিচালক (হাসপাতাল) বিগ্রেডিয়ার জেনারেল ডাঃ মোঃ জুলফিকার আহমেদ আমিন প্রমুখ উপস্থিত ছিলেন।
×