ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

২৪ ও ২৫ মে হাজির হতে হবে

ইন্টারন্যাশনাল লিজিংয়ের ১২৯ ঋণখেলাপীকে হাইকোর্টে তলব

প্রকাশিত: ২৩:০৫, ৮ এপ্রিল ২০২১

ইন্টারন্যাশনাল লিজিংয়ের ১২৯ ঋণখেলাপীকে হাইকোর্টে তলব

স্টাফ রিপোর্টার ॥ সাড়ে ৩ হাজার কোটি টাকা নিয়ে পালিয়ে থাকা পিকে হালদারসহ ইন্টারন্যাশনাল লিজিংয়ের ১২৯ ঋণখেলাপীকে তলব করেছে হাইকোর্ট। আগামী ২৪ ও ২৫ মে তাদের আদালতে হাজির হয়ে কবে, কীভাবে টাকা পরিশোধ করবেন সে বিষয়ে জানাতে বলা হয়েছে। বুধবার বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের একক বেঞ্চ তাদের তলবের লিখিত আদেশ প্রকাশ করেছে। ইন্টারন্যাশনাল লিজিংয়ের আইনজীবী ব্যারিস্টার মাহফুজুর রহমান মিলন সাংবাদিকদের বলেন, পিকে হালদারসহ ১২৯ ঋণখেলাপীর কাছে ইন্টারন্যাশনাল লিজিংয়ের পাওনা প্রায় ১৮০০ কোটি টাকা। গ্রাহকের এই টাকা কবে, কীভাবে তারা পরিশোধ করবেন তা জানতে আদালত তলব করেছেন। ১২৯ ঋণখেলাপীর মধ্যে ১০০ জনকে ২৪ মে ও ২৯ জনকে ২৫ মে হাজির হয়ে এ বিষয়ে ব্যাখ্যা দিতে বলা হয়েছে। গত ২১ জানুয়ারি আর্থিক প্রতিষ্ঠান পিপলস লিজিং এ্যান্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেড থেকে পাঁচ লাখ টাকা ও তার বেশি অর্থঋণ নিয়ে খেলাপী হওয়া এমন ২৮০ ব্যক্তিকে তলব করেছিল হাইকোর্ট। আদালতের আদেশে গত ২৩ ও ২৫ ফেব্রুয়ারি ১৫৮ জন ঋণখেলাপী হাইকোর্টে হাজির হয়েছিলেন। হাইকোর্ট তাদের উদ্দেশে বলেছে, আগে টাকা দেবেন তারপর আলোচনা, না দিলে কারাগারে যেতে হবে। আদালতের তলব আদেশের পরও হাজির না হওয়ায় পিপলস লিজিংয়ের ১২২ ঋণখেলাপীর বিদেশ গমনে গত ৯ মার্চ নিষেধাজ্ঞা দেয় হাইকোর্ট। ঋণখেলাপীদের থেকে টাকা আদায়ে হাইকোর্টের আদেশের ধারাবাহিকতায় এবার ইন্টারন্যাশনাল লিজিংয়ের ১২৯ ঋণখেলাপীকে তলব করল আদালত।
×