ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরুর শারীরিক অবস্থা অপরিবর্তিত

প্রকাশিত: ২৩:০০, ৮ এপ্রিল ২০২১

সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরুর শারীরিক অবস্থা অপরিবর্তিত

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন সুপ্রীমকোর্ট আইনজীবী সমিতির (বার এ্যাসোসিয়েশন) নবনির্বাচিত সভাপতি ও সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরুর শারীরিক অবস্থা অপরিবর্তিত রয়েছে। গত মঙ্গলবার তাকে পুনরায় আইসিইউতে ভর্তি করা হয়। তাঁর পিএস মাহবুব হোসেন জনকণ্ঠকে বলেছেন, আব্দুল মতিন খসরুর শারীরিক অবস্থা অপরিবতিত রয়েছে। তার জন্য সবাই দোয়া করবেন। এর আগে, গত ২৮ মার্চ রাতে তাকে আইসিইউতে নেয়া হয়েছিল। করোনা আক্রান্ত হয়ে সিএমএইচে চিকিৎসা নিচ্ছিলেন বার এ্যাসোসিয়েশনের নবনির্বাচিত সভাপতি ও সাবেক আইনমন্ত্রী আব্দুল মতিন খসরু। পরে তাকে গত ৩১ মার্চ আইসিইউ থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছিল।
×