ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

দায়িত্বে অবহেলায় শাল্লা থানার ওসি সাময়িক বরখাস্ত, দিরাইয়ের ওসি বদলি

প্রকাশিত: ২২:৫৯, ৮ এপ্রিল ২০২১

দায়িত্বে অবহেলায় শাল্লা থানার ওসি সাময়িক বরখাস্ত, দিরাইয়ের ওসি বদলি

নিজস্ব সংবাদদাতা, সুনামগঞ্জ, ৭ এপ্রিল ॥ শাল্লার নোয়াগাঁওয়ে সনাতন ধর্মাবলম্বীদের বাড়িঘরে হামলা ও ভাংচুরের ঘটনায় দায়িত্বে অবহেলার প্রমাণ পাওয়ায় শাল্লা থানার অফিসার ইনচার্জ (ওসি) নাজমুল হককে সাময়িক বরখাস্ত করেছে পুলিশ হেডকোয়ার্টার। শাল্লা থানার ওসিকে সাময়িক বরখাস্তের পাশাপাশি পার্শ¦বর্তী দিরাই থানার অফিসার ইনচার্জ আশরাফুল আলমকেও দিরাই থেকে মৌলভীবাজারে বদলি করা হয়েছে। মঙ্গলবার রাতে পুলিশ সুপার মিজানুর রহমান বিপিএম এই আদেশ দেন। এর আগে গত ৩ এপ্রিল থেকে পুলিশ সদর দফতরের বিশেষ তদন্ত দল আরও তথ্য জানার জন্য ঘটনাস্থল পরিদর্শন করে। এ বিষয়ে তদন্তে বিস্তারিত তথ্য সংগ্রহ করে রিপোর্ট জমা দেয়া হলে পুলিশ সদর দফতর সার্বিক বিশ্লেষণ শেষে এই ব্যবস্থা নেয়। সদর দফতরের নির্দেশনার খবরের পাশাপাশি সুনামগঞ্জ জেলা পুলিশের পক্ষ থেকে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাহেব আলী পাঠান বিষয়টি নিশ্চিত করেছেন। জানা যায়, শাল্লায় হিন্দু সম্প্রদায়ের বাড়িঘরে হামলায় ভাংচুরের ঘটনায় অদক্ষতা ও অসদাচরণের দায়ে শাল্লা থানার ওসি নাজমুল হককে সাময়িক বরখাস্ত করে বরিশাল রেঞ্জে ডিআইজির কার্যালয়ে সংযুক্ত করা হয়। এছাড়া একই অভিযোগে দিরাই থানার ওসি আশরাফুল আলমকে মৌলভীবাজার জেলায় বদলি করা হয়। এদিকে সুনামগঞ্জ সদর থানার ইন্সপেক্টর (তদন্ত) নূর আলমকে শাল্লা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়েছে।
×