ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

দুধ দাঁত বটে

প্রকাশিত: ২২:৫৯, ৮ এপ্রিল ২০২১

দুধ দাঁত বটে

একটি শিশুর দুধ দাঁত কত বড় হতে পারে ? কয়েক সেন্টিমিটার তাই না? তবে এবার কানাডার এক শিশুর মুখ থেকে এক ইঞ্চি শূন্য দশমিক ২ সেন্টিমিটার দৈর্ঘ্যরে একটি দুধ দাঁত তোলা হয়েছে। এটিকে বিশ্বের সবচেয়ে বড় দুধ দাঁত বলা হচ্ছে। লুক বাউলটন নামের ৯ বছর বয়সী শিশুটির বাবা বলেন, লুক বাউলটনের দুধ দাঁতগুলোর মধ্যে এটি অনেক বড় ছিল। এটির জন্য হাসতে গেলে ছেলেটি কষ্ট পেত। দূর থেকে দাঁতটি দেখা যাওয়ায় লুক বাউলটন অনেক সময় মুখ গোমড়া করে থাকত। তবে দাঁতটি এত বড় হবে তা ভাবিনি। দন্ত চিকিৎসক ডক্টর ক্রিস ম্যাক আর্থার বলেন, সত্যিই দাঁতটি তোলার পর আমি রোমাঞ্চিত হয়ে পড়ি। কারণ এত বড় দুধ দাঁত আমি আগে দেখিনি। দাঁতটি অপসারণের পর লুক বাউলটন বলে, আমি এখন মন খুলে হাসতে পারছি। হাসলে দূর থেকে আর আমার দাঁত দেখা যায় না। আর বন্ধুরাও ঠাট্টা করে না। লুক বাউলটনের মুখ থেকে তোলা দাঁতটিকে বিশ্বের সবচেয়ে বড় দুধ দাঁতের স্বীকৃতি দিয়েছে গিনেস বুক কর্তৃপক্ষ। দাঁতটি খুব শীঘ্রই প্রদর্শন করবে লুক বাউলটনের পরিবার।- কানাডা টাইমস অবলম্বনে
×