ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বি’বাড়িয়ায় তাণ্ডব

৪৮ মামলায় ৩৫ হাজার আসামি, গ্রেফতার ৪৭

প্রকাশিত: ২২:৫৮, ৮ এপ্রিল ২০২১

৪৮ মামলায় ৩৫ হাজার আসামি, গ্রেফতার ৪৭

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ ব্রাহ্মণবাড়িয়ায় তা-বের ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে গত মঙ্গলবার সন্ধ্যা পর্যন্ত ৪৮টি মামলা দায়ের করা হয়েছে। এর মধ্যে শুধুমাত্র সদর মডেল থানাতেই ৪০টি মামলা দায়ের করা হয়। এছাড়া আশুগঞ্জ থানায় ২টি, সরাইল থানায় ২টি ও আখাউড়া রেলওয়ে থানায় ১টি মামলা দায়ের করা হয়। মঙ্গলবারই সদর থানায় ৪টি মামলা দায়ের করা হয়। মোট ৪৮টি মামলায় ৩৫ হাজারের বেশি লোককে আসামি করা হয়েছে। এর মধ্যে মাত্র ৪৭ জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে হরতালের দিন বঙ্গবন্ধুর ম্যুরাল ভাংচুরকারী আরমান আলিফ (২২)। গত ৪ মে রাতে সদর উপজেলার বিশ্বরোড এলাকা থেকে র‌্যাব-১৪ এর একটি দল তাকে গ্রেফতার করে। পরে র‌্যাব সদস্যরা ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কাজীপাড়ায় আরমান আলিফের ভাড়া বাসায় তল্লাশি চালিয়ে বঙ্গবন্ধুর ম্যুরাল ভাঙ্গার কাজে ব্যবহৃত একটি শাবল, একটি বিদেশী পিস্তল, ২টি ম্যাগাজিন এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করে। আরমান আলিফ জেলার নাসিরনগর উপজেলার চাতলপাড় ইউনিয়নের ফুলকারকান্দি গ্রামের শুক্কুর মিয়ার ছেলে। বর্তমানে ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কাজীপাড়ায় ভাড়া বাসায় বসবাস করে। না’গঞ্জের কাউন্সিলর গ্রেফতার ॥ স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ থেকে জানান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২নং ওয়ার্ড কাউন্সিলর ও বিএনপি নেতা ইকবাল হোসেনকে (৪২) হেফাজত ইসলামের ডাকা হরতালের সময় মহাসড়কে নাশকতার অভিযোগে গ্রেফতার করেছে র‌্যাব-১১। মঙ্গলবার গভীর রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি এলাকা থেকে নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় তাকে গ্রেফতার করা হয়। এ বিষয়ে বুধবার দুপুরে র‌্যাব-১১’র অতিরিক্ত পুুলিশ সুপার মোঃ জসিম উদ্দীন চৌধুরীর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ইকবাল হোসেন নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের মিজমিজি বড়বাড়ী পশ্চিমপাড়া এলাকার মৃত ইদ্রিস আলীর ছেলে। র‌্যাব জানায়, গত ২৮ মার্চ হেফাজত ইসলামের ডাকা দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল কর্মসূচী পালনকালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মৌচাক, সানারপাড়, শিমরাইল ও চিটাগাং রোড এলাকায় ব্যাপক সহিংসতা, গাড়ি ভাংচুর, নাশকতা সৃষ্টি ও অগ্নিসংযোগ করে জনমনে ভয়ভীতি সঞ্চার ও সরকারী কাজে বাঁধা সৃষ্টি করে। উক্ত ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় র‌্যাব ও পুলিশ বাদী হয়ে সন্ত্রাস বিরোধী আইনে পৃথক ৬টি মামলা দায়ের করে। গ্রেফতারকৃত আসামী ইকবাল হোসেন উক্ত মামলার অন্যতম এজাহারনামীয় আসামী।
×