ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বাগেরহাটে বছরব্যাপী লন টেনিস প্রশিক্ষন শুরু

প্রকাশিত: ২০:৫০, ৭ এপ্রিল ২০২১

বাগেরহাটে বছরব্যাপী লন টেনিস প্রশিক্ষন শুরু

স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ মুজিবর্ষ ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে দীর্ঘদিন পর বাগেরহাটে বছরব্যাপি লন টেনিস প্রশিক্ষন শুরু হয়েছে। বুধবার বিকেলে বাগেরহাট লন টেনিস মাঠে এই প্রশিক্ষনের উদ্বোধন করেন জেলা প্রশাসক আ.ন.ম ফয়জুল হক। বাগেরহাট টেনিস ক্লাবের সম্পাদক ডা: মোশাররফ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগ বাগেরহাটের উপ-পরিচালক দেব প্রসাদ পাল, অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ শাহিনুজ্জামান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মাদ মোছাব্বেরুল ইসলাম, অধ্যাপক বুলবুল কবির প্রমুখ। জেলা প্রশাসক বলেন, সুস্থ্য দেহ-মন এবং মানবিক মানুষ হবার জন্য খেলাধুলা ও সাংস্কৃকিত চর্চার কোন বিকল্প নেই। দীর্ঘদিন এই লন টেনিস মাঠে খেলাধুলা হলেও কোন প্রশিক্ষনের ব্যবস্থা ছিল না। এই প্রশিক্ষনের ফলে বাগেরহাটে অনেক কৃতি খেলোয়ার তৈরির সুযোগ হবে।’ পরে প্রশিক্ষনার্থীদের ফুল দিয়ে বরন করে নেন অতিথিগণ। এসময় জাতীয় লন টেনিস খেলোয়ার প্রিতি, অর্নব-সহ প্রশিক্ষক প্রতিথযশা ক্রীড়াবিদ এস কে সফরুল হক ও বিকেএসপির ট্রেন্ট টেনিস কোচ শিবেন দাস উপস্থিত ছিলেন। শুরুর ব্যাচে ১২ জন ছাত্র ও ১২ জন ছাত্রী অংশ গ্রহন করছে। প্রতিদিন সকাল ৮ টা থেকে মেয়েদের এবং বিকাল ৪টা থেকে ছেলেদের নিয়ে মোট ৪ টি গ্রুপে ২ বেলা প্রশিক্ষন দেওয়া হচ্ছে। এমন আয়োজনে অংশ গ্রহন করতে পারায় প্রমিতি হক, সেমন্তী হক, অরিত্র সাহা. রুদ্রনীল রায়, অরিত্র সাহা,লগ্ন বিশ্বাস, নোভা, সজল, অর্ঘ, আদিব, অনিন্দ্য, অর্নি, জাহিদ-সহ সকলে উচ্ছাস প্রকাশ করেছে।
×