ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

তায়কোয়ান্দোতে সেনাবাহিনীর আধিপত্য

প্রকাশিত: ২০:৪৮, ৭ এপ্রিল ২০২১

তায়কোয়ান্দোতে সেনাবাহিনীর আধিপত্য

স্পোর্টস রিপোর্টার ॥ জাতীয় ক্রীড়া পরিষদের জিমনেমিয়ামে বুধবার অনুষ্ঠিত তায়কোয়ান্দোতে ছিল সেনাবাহিনীর আধিপত্য।৭টি ইভেন্টের মধ্যে তারাই জিতেছে ৫টি স্বর্ণ । নারীদের -৫৭ কেজি ওজন শ্রেণির ফাইনালে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থার জান্নাতুল তামান্নাকে ২৫-০২ স্কোরে হারিয়ে স্বর্ণ জিতেছেন বাংলাদেশ আনসার ও ভিডিপির মাইনু মারমা। এই ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন বাংলাদেশ সেনাবাহিনীর মার্জিয়া আক্তার ও রাজশাহী জেলা ক্রীড়া সংস্থার সাইকা ইসলাম শেফা। নারীদের মাইনাস ৫৩ কেজিতে সেনাবাহিনীর নিগার সুলতানা, নারীদের -৪৯ কেজিতে সেনাবাহিনীর জান্নাতুল সুলতানা, মেয়েদের -৪৬ কেজিতে সেনাবাহিনীর সুমনা মুন্নী, নারীদের অনুর্ধ +৭৩ কেজিতে আনসার ও ভিডিপির আরজোমা আক্তার রোমা, পুরুষদের -৫৪ কেজিতে সেনাবাহিনীর ইমন হাসান এবং পুরুষদের -৫৮ কেজিতে সেনাবাহিনীর পারভেজ মোশররফ সোনা জেতেন।
×