ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

ভারোত্তোলনে মাবিয়ার ৩ রেকর্ড

প্রকাশিত: ২০:৪৮, ৭ এপ্রিল ২০২১

ভারোত্তোলনে মাবিয়ার ৩ রেকর্ড

স্পোর্টস রিপোর্টার ॥ এক ইভেন্টে তিনটি রেকর্ড গড়ে বাংলাদেশ গেমসে স্বর্ণপদক জিতেছেন টানা দুই এসএ গেমসে সোনাজয়ী ভারোত্তোলক মাবিয়া আক্তার সীমান্ত। ময়মনসিংহ জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত খেলায় সোনাজয়ের পথে স্ন্যাচ, ক্লিন এ্যান্ড জার্ক ও মোট ওজনে রেকর্ড গড়েন মাবিয়া। নারীদের ৬৪ কেজিতে আনসারের মাবিয়া স্ন্যাচে রেকর্ড ৮০ কেজি তোলেন, ক্লিন এ্যান্ড জার্কে রেকর্ড ১০১ কেজি ভার উত্তোলন করেন। দুই বিভাগ মিলিয়ে ১৮১ কেজি ওজন তুলে আরও একটি রেকর্ড গড়ে স্বর্ণ জেতেন মাবিয়া। এসএ গেমসে ৭৫ কেজি ওজন তুলে স্বর্ণ জিতেছিলেন তিনি। ২০১৮ সালে আন্তঃসার্ভিস ভারোত্তোলনে ১৭৯ কেজি তুলে রেকর্ড গড়েছিলেন তিনি। সোনাজয়ের পর মাবিয়ার মন্তব্য, আমার প্রিয় ইভেন্টে তিনটি রেকর্ড গড়ে স্বর্ণপদক জেতায় খুশি। এটা ধরে রাখতে চাই ভবিষ্যতে। বুধবার ভারোত্তোলনে মাবিয়া ছাড়াও আরও ৫টি রেকর্ড হয়েছে। নারীদের ৭১ কেজিতে সোনাজয়ের পথে ক্লিন এ্যান্ড জার্কে রেকর্ড গড়েন সেনাবাহিনীর ফারজানা আক্তার রিয়া। স্ন্যাচে ৬০ কেজি তোলার পর ক্লিন এ্যান্ড জার্কে রেকর্ড ৭৮ কেজি ভার তোলেন তিনি। সোনাজয়ের পথে মোট ১৩৮ কেজি তোলেন তিনি। রুপাজয়ের পথে স্ন্যাচে রেকর্ড ১১৭ কেজি তোলেন সেনাবাহিনীর মনোরঞ্জন রায়। ক্লিন এ্যান্ড জার্কে ১৪১, মোট ২৫৮ কেজি তোলেন ২০১০ সালের এসএ গেমসে রুপাজয়ী এ ভারোত্তোলক। ছেলেদের ৮৯ কেজিতে সোনাজয়ের পথে স্ন্যাচে রেকর্ড ১২৪, ক্লিন এ্যান্ড জার্কে রেকর্ড ১৪৯, মোট রেকর্ড ২৭৩ কেজি তুলে সোনা জেতেন আনসারের সাখায়েত হোসেন প্রান্ত।
×