ঢাকা, বাংলাদেশ   বুধবার ১৭ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কারাতেতে অন্তরা-প্রিয়ার স্বর্ণজয়

প্রকাশিত: ২০:৪৭, ৭ এপ্রিল ২০২১

কারাতেতে অন্তরা-প্রিয়ার স্বর্ণজয়

স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ গেমসে আগের দিন কাতা একক ও দলীয় ইভেন্টে স্বর্ণপদক হাতছাড়া হয়েছিল হুমায়রা আক্তার অন্তরার। কিন্তু নিজের প্রিয় ইভেন্টে ঠিকই পদক তুলে নিয়েছেন আনসারের এই কারাতেকা। বুধবার বান্দরবানের জেলা জিমন্যাশিয়ামে অনুষ্ঠিত অ-৬১ কেজিতে স্বর্ণপদক জিতে নামের প্রতি সুবিচার করেন তিনি। একইদিনে স্বর্ণপদক জেতেন আরেক গোল্ডেন গার্ল মারজান আক্তার প্রিয়া। অ-৫৫ কেজিতে স্বর্ণপদক জয়ের পথে তিনি পেছনে ফেলেন বান্দরবানের মেসাই ওয়াংকে। এসএ গেমসে এই ইভেন্টেই সোনা জিতেছিলেন তিনি। কাংখিত স্বর্ণপদক জিততে পেরে খুশী দুজনেই। অন্তরার কথা, আগেরদিন আমার প্রিয় ইভেন্ট ছিল না। তাই দুটি রুপা পেয়েছিলাম। আমার আসল ইভেন্টে স্বর্ণপদক জিততে পেরে আমি খুশি|Õ প্রিয়া বলেন, ধারাবাহিকতায় থাকতে পেরে আমি খুশি। এছাড়া পুরুষদের -৬০ কেজি কুমিতে সেনাবাহিনীর আল আমিন ইসলাম এবং পুরুষদের -৬৭ কেজি কুমিতে আনসারের জর্জিস আনোয়ার নাইম, নারীদের অ-৬৮ কেজি কুমিতে আনসারের মরিয়ম খাতুন বিপাশা, পুরুষদের অ-৭৫ কেজি কুমিতে সেনাবাহিনীর হাফিজুর রহমান এবং উর্ধ্ব-৮৪ কেজি কুমিতে আনসারের হাসান খান সান স্বর্ণপদক জেতেন।
×