ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ব্যাডমিন্টন নারী দ্বৈতের সোনা বাংলাদেশ আর্মির

প্রকাশিত: ২০:৪৪, ৭ এপ্রিল ২০২১

ব্যাডমিন্টন নারী দ্বৈতের সোনা বাংলাদেশ আর্মির

স্পোর্টস রিপোর্টার ॥ বঙ্গবন্ধু ৯ম বাংলাদেশ গেমসে ব্যাডমিন্টনে নারী দ্বৈতের স্বর্ণ জিতেছে বাংলাদেশ সেনাবাহিনী। শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে অনুষ্ঠিত ফাইনালে সেনাবাহিনীর বৃস্টি খাতুন ও ফাতেমা বেগম ২-০ (২১-১৮, ২১-১১) সেটে বাংলাদেশ আনসারের রেশমা আক্তার ও উর্মি আক্তারকে পরাজিত করে সোনা জিতেছেন। এর আগে সেমিফাইনালে বাংলাদেশ আর্মির বৃষ্টি খাতুন ও ফাতেমা বেগম বাংলাদেশ আনসারের দুলারি হায়দার ও রেহানা খাতুনকে হারিয়ে ফাইনাল নিশ্চিত করেন। অপর সেমিফাইনালে বাংলাদেশ আনসারের রেশমা আক্তার ও উর্মি আক্তার বাংলাদেশ আর্মির অনামিকা ইসলাম ও রেশমা আক্তারকে হারিয়ে ফাইনালে যায়গা করে নেন। এই ইভেন্টে ব্রোঞ্জও জিতেছে বাংলাদেশ আর্মি ও বাংলাদেশ আনসারের ঘরে। প্রথমবারের মতো কোন ইভেন্টে স্বর্ণ জিতে আর্মির বৃষ্টি খাতুন বলেন, আমি ২০০৯ সাল থেকে সিনিয়র পর্যায়ে খেলছি। দুইবার ফাইনাল খেললেও কখনো চ্যাম্পিয়ন হতে পারিনি। দুবারই শাপলা আপুর (সাবেক জাতীয় চ্যাম্পিয়ন) কাছে হেরেছি। এবার শাপলা এলিনা আপু না থাকায় আমার চ্যাম্পিয়ন হওয়াটা সহজ হয়েছে। তবে তারা থাকলে আসরটা আরো জমতো। আমরাও আমাদের উন্নতি গ্রাফটা বুঝতে পারতাম।
×