ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

খুলনায় চিকিৎসকের ওপর হামলাকারী গ্রেফতার না হলে সকল চিকিৎসা সেবা বন্ধের ঘোষণা বিএমএর

প্রকাশিত: ১৭:০২, ৭ এপ্রিল ২০২১

খুলনায় চিকিৎসকের ওপর হামলাকারী গ্রেফতার না হলে সকল চিকিৎসা সেবা বন্ধের ঘোষণা বিএমএর

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনায় করোনা ডেডিকেটেড হাসপাতালে কর্তব্যরত অবস্থায় ডাঃ সুমিত পালের উপর হামলা ও হত্য প্রচেষ্টার ঘটনার সঙ্গে জড়িতদের ৪৮ গন্টার মধ্যে গ্রেফতার ও কর্মক্ষেত্রে চিকিৎসকদের নিরাপত্তার দাবি জানিয়েছে বাংলাদেশ মেডিক্যাল এ্যাসোসিয়েশন (বিএমএ) খুলনা জেলা শাখা। হামলা ও হত্যা প্রচেষ্টাকারী গ্রেফতার না হলে জেলার সকল চিকিৎসা কার্যক্রম (ইনডোর, আউটডোর প্রয়োজন বোধে খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালের চিকিৎসা) বন্ধের হুশিয়ারি দিয়েছেন খুলনা বিএমএর নেতৃবৃন্দ। আজ আজ বুধবার দুপুরে চিকিৎসকদের কর্মস্থলের নিরাপত্তার দাবিতে খুলনা বিএমএ ভবনে প্রেসব্রিফিংয়ে এ ঘোষণা দেয়া হয়। বিএমএ খুলনার সভাপতি ও কেন্দ্রীয় সহ-সভাপতি ডাঃ শেখ বাহারুল আলমের সভাপতিত্বে প্রেস ব্রিফিং সঞ্চালনা করেন বিএমএ খুলনার সাধারণ সম্পাদক ডাঃ মোঃ মেহেদী নেওয়াজ। প্রেসব্রিফিংয়ে বলা হয়, গত ০৩ এপ্রিল খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালে কর্তব্যরত অবস্থায় ডাঃ সুমিত পালের উপর হামলা ও হত্যা চেষ্টার মামলা হলেও ঘটনার সঙ্গে জড়িত আসামী গ্রেফতার হয়নি। আসামী গ্রেফতারের দাবিতে বিএমএ খুলনা জেলা শাখার কার্যনির্বাহী কমিটির নির্ধারিত জরুরী সভা মঙ্গলবার (৬ এপ্রিল) দুপুরে খুলনা বিএমএ ভবনের কাজী আজহারুল হক মিলনায়তনে অনুষ্ঠিত হয়। কার্যনির্বাহী সভার সিদ্ধান্ত অনুযায়ী ৪৮ ঘন্টার মধ্যে আসামি গ্রেফতার না হলে খুলনা জেলার সকল চিকিৎসা কার্যক্রম (ইনডোর, আউটডোর প্রয়োজন বোধে খুলনার করোনা ডেডিকেটেড হাসপাতালের চিকিৎসা) বন্ধ ঘোষণা করা হবে। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত সকল চিকিৎসক কালো ব্যাচ ধারণ করবেন।
×