ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বরিশালে করোনায় তিন জনের মৃত্যু

প্রকাশিত: ১৩:৫৭, ৭ এপ্রিল ২০২১

বরিশালে করোনায় তিন জনের মৃত্যু

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বরিশালে আরও তিনজনের মৃত্যু হয়েছে। পাশাপাশি গত ২৪ ঘণ্টায় ১২২ জনের করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে মৃতের সংখ্যা ২১৮ জনে দাঁড়িয়েছে। পাশাপাশি আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১১ হাজার ৭৬৬ জনে। মঙ্গলবার দিবাগত রাতে জেলা প্রশাসনের মিডিয়া সেল সূত্রে তথ্যের সত্যতা নিশ্চিত করা হয়েছে। স্বাস্থ্য অধিদফতরের বিভাগীয় উপ-পরিচালক ডাঃ বাসুদেব কুমার দাস জানান, শেবাচিমের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করা ৭২ বছর বয়সের এক ব্যক্তির বাসা নগরীর আমতলা মোড় এলাকায়। ৫৫বছর বয়সের আরেকজনের বাড়ি পিরোজপুর জেলার ভান্ডারিয়া উপজেলায়। ওই ব্যক্তি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন ছিলেন। এছাড়া বাবুগঞ্জ উপজেলা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আব্দুল খালেক বেপারী (৬৬) নামের এক ব্যক্তির মৃত্যু হয়েছে। তিনি ওই উপজেলার কেদারপুর ইউনিয়নের মধ্য ভুতেরদিয়া গ্রামের বাসিন্দা। এদের তিনজনেরই করোনা পজেটিভ ছিলো।
×