ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে বোরো ধানে লেদা পোকার আক্রমণ

প্রকাশিত: ১৩:৫৪, ৭ এপ্রিল ২০২১

হবিগঞ্জে বোরো ধানে লেদা পোকার আক্রমণ

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ হবিগঞ্জে হাওড়জুড়ে বোরো ধানের বাম্পার ফলনে বাধা হয়ে দাঁড়িয়েছে লেদা পোকার আক্রমণ। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের কর্মকর্তা ও ভুক্তভোগী কৃষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, এক সপ্তাহ ধরে বোরো ধানের জমিগুলোতে এই পোকা আক্রমণ করেছে। নিচু এলাকার খেতগুলোতে পোকার আক্রমণের মাত্রা বেশি। এই পোকা দ্রুত ধান কেটে ফেলায় স্থানীয় কৃষকেরা এর নাম দিয়েছেন ‘কারেন্ট পোকা’। এ জেলার আজমিরীগঞ্জ, বানিয়াচং, লাখাই, নবীগঞ্জ, বাহুবলসহ ৯টি উপজেলায় ১ লাখ ২২ হাজার ২৩৫ হেক্টর জমিতে বোরো ধানের ফলন হয়েছে। পরিমাণমত সার ও পানি পাওয়ায় জেলায় বোরো ধানের বাম্পার ফলন হয়। এখানে বিশেষ করে হাওড়ে এ পোকার আক্রমণ বেশী। তাই ফসল নষ্টকারী পোকার কারণে হতাশ হয়ে পড়েছেন হাওড়পাড়ের কৃষকেরা। এরমধ্যে বানিয়াচং উপজেলার ৬নং কাগাপাশা ইউনয়িনের বাগিয়ার গোল, ধনপুর, লোহাজুড়ী, চমকপুর কাগাপাশাসহ উপজলোর বিভিন্ন হাওড়ে সরেজমিনে গিয়ে এই দৃশ্য দেখা গেছে। এই পোকাগুলোর আক্রমণে ফসল কম হওয়ার আশঙ্কায় হতাশ হয়ে পড়েছেন কৃষকেরা। লোহাজুড়ি গ্রামের কৃষক আব্দুর রহিম জানান, কিছুদিন হলো শীলা বৃষ্টি, এখন আবার পোকার আক্রমণে নষ্ট হচ্ছে বোরো ফসল। তবে ফসল রক্ষায় কীটনাশক ছিটানো হচ্ছে। কৃষি বিভাগের তথ্যমতে আর কিছু দিনের মধ্যে বোরো ধান কাটা শুরু হবে। এ সময়ের মধ্যে এসব পোকায় বোরো ধানের তেমন ক্ষতি হবে না। এরইমধ্যে কৃষকদের মাঝে প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়েছে। কৃষকরা কীটনাশক ব্যবহার করে সুফল পেতে শুরু করেছেন। জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপ-পরিচালক কৃষিবিদ মো. তমিজ উদ্দিন খান বলেন, হাওড় এলাকাসহ জেলাজুড়ে বোরো ধানের বাম্পার ফলন হয়েছে। লেদা পোকার আক্রমণের খবর পেয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। কিছুদিনের মধ্যে ধান কাটা ও মাড়াই শুরু হবে।
×