ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

মিরকাদিম মেয়র ও চার কাউন্সিলরসহ বিস্ফোরণে দগ্ধ ১৩

প্রকাশিত: ১৩:০২, ৭ এপ্রিল ২০২১

মিরকাদিম মেয়র ও চার কাউন্সিলরসহ বিস্ফোরণে দগ্ধ ১৩

সংবাদদাতা, মুন্সীগঞ্জ ॥ মুন্সিগঞ্জের মিরকাদিমে গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে মিরকাদিম পৌরসভা মেয়র, তিন কাউন্সিলরসহ ১৩ জন দগ্ধ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। মেয়রের প্রতিবেশী আবু সুফিয়ান জানান, বিস্ফোরনের ঘটনায় আহত মেয়রের স্ত্রী কানন বেগমের (৪০) অবস্থা আশঙ্কাজনক বলে জানা যায়। তিনি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের আইসিইউতে রয়েছেন। ৬ এপ্রিল মঙ্গলবার রাত ৯টায় মিরকাদিম পৌরসভার মেয়র আব্দুস সালামের বাড়িতে হঠাৎ বিস্ফোরণ ঘটে। এ সময় পৌরসভার সচিব ও কাউন্সিলরদের নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন মেয়র। তবে কী কারণে বিস্ফোরণের ঘটনা ঘটেছে এখনো সুনিদিষ্টভাবে জানা যায়নি। স্থানীয়রা জানান, রান্নাঘরের গ্যাসের লাইন লিকেজ থেকে বিস্ফোরণ হতে পারে। বিস্ফোরণের সময় মেয়রের স্ত্রী রান্না করতে গিয়েছিলেন। স্থানীয়রা আরো জানান, হঠাৎ পৌর মেয়রের বাড়িতে মানুষের চিৎকার শুনে তারা সেখানে যায়। সেখানে গিয়ে জানতে পারেন কারা নাকি মেয়রের বাড়িতে বোমা মেরেছে। এ কারণে বাড়িতে অগ্নিকান্ডের সৃষ্টি হয়েছে। আহতরা হলেন, মিরকাদিম পৌর মেয়র আব্দুস সালাম (৫৫), তার স্ত্রী কানন বেগম (৪০), প্যানেল মেয়র রহিম বাদশা (৪৫), কাউন্সিলর মো.আওলাদ হোসেন (৪২), কাউন্সিলর দীন ইসলাম (৪০), কাউন্সিলর মো. সোহেল, মো.মতাজুল ইসলাম (২৫), মো.মাইনুদ্দিন (৪৪), মোশারফ হোসেন (৪২), শ্যামল দাস (৪৫), পান্না মিয়া (৫০), কালু মিয়া (৪০), মো.ইদ্রিস আলী (৫০)। এদের মধ্যে ১২ জনকে গুরুতর অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়া হলে ১১ জনকে শেখ হাসিনা বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। মুন্সিগঞ্জ সদর থানা অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।
×