ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

সাঁতারে টুম্পার পঞ্চম সোনা, জুয়েলের রেকর্ড

প্রকাশিত: ২১:১৫, ৬ এপ্রিল ২০২১

সাঁতারে টুম্পার পঞ্চম সোনা, জুয়েলের রেকর্ড

স্পোর্টস রিপোর্টার ॥ মিরপুরের সৈয়দ নজরুল ইসলাম সুইমিং কমপ্লেক্সে অনুষ্ঠিত বাংলাদেশ গেমসের সাঁতারে মঙ্গলবার ২০০ মিটার ব্যক্তিগত মিডলে ইভেন্টে আরেকটি রেকর্ড গড়ে সোনা জেতেন নৌবাহিনীর কাজল মিয়া। ২ মিনিট ১৩.৪৯ সেকেন্ড সময় নেন তিনি। আগের রেকর্ড ছিল নৌবাহিনীর আরেক সাঁতারু আরিফুল ইসলামের, ২০১৯ সালে ২ মিনিট ১৪.৭৪ সেকেন্ডে গড়া। রুপা জয়ের পথে পুরনো রেকর্ড ভেঙ্গেছেন সেনাবাহিনীর জুয়েল আহমেদও। তার টাইমিং ছিল ২ মিনিট ১৩.৮৬ সেকেন্ড। ব্রোঞ্জ জেতেন নৌবাহিনীর পলাশ চৌধুরী। নারীদের ৪০০ মিটার ব্যক্তিগত মিডলে ইভেন্টে নৌবাহিনীর সোনিয়া আক্তার টুম্পা সোনা জেতেন। এজন্য তার সময় লাগে ৫ মিনিট ৪৯.১৬ সেকেন্ড। গেমসে এটা তার ব্যক্তিগত পঞ্চম সোনা। এছাড়া ৪০০ মিটার ব্যক্তিগত মিডলে ইভেন্টে বাংলাদেশ সেনাবাহিনীর জুয়েল আহমেদ ৪ মিনিট ৪৮.৫৩ সেকেন্ড, ছেলেদের ৪ গুণিতক ১০০ মিটার মিডলে রিলেতে নৌবাহিনীর নূরে আলম, শফিকুল ইসলাম, মাহমুদুন্নবী নাহিদ ও মাহফিজুর রহমান সাগর ৪ মিনিট ০.৭৪ সেকেন্ড, নারীদের একই ইভেন্টে নৌবাহিনীর যুঁথি আক্তার, মাহফুজা খাতুন শিলা, সোনিয়া খাতুন ও সোনিয়া আক্তার ৫ মিনিট ০.৯০ সেকেন্ড, নারীদের ২০০ মিটার ব্যক্তিগত মিডলেতে নৌবাহিনীর সোনিয়া খাতুন ২ মিনিট ৪০.৫৪ সেকেন্ড, নারীদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে নৌবাহিনীর মাহফুজা খাতুন শিলা ৩৫.৮৪ সেকেন্ড, ছেলেদের ৫০ মিটার ব্রেস্টস্ট্রোকে নৌবাহিনীর আরিফুল ইসলাম ৩০.০৭ সেকেন্ড সময় নিয়ে সোনা জেতেন। ওয়াটারপোলোতে সেনাবাহিনী সোনা, নৌবাহিনী রুপা এবং পুলিশ ব্রোঞ্জ জিতেছে।
×