ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সাদার্ন ইউনিভার্সিটির নয়া উপাচার্য অধ্যাপক মোজাম্মেল

প্রকাশিত: ২৩:৫২, ৫ এপ্রিল ২০২১

সাদার্ন ইউনিভার্সিটির নয়া উপাচার্য অধ্যাপক মোজাম্মেল

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ সাদার্ন ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য পদে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য ও সাদার্ন ইউনিভার্সিটির পুরকৌশল বিভাগের প্রধান বিশিষ্ট প্রকৌশলী অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক। বিশ্ববিদ্যালয়ের আচার্য ও রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ চার বছরের জন্য তাকে এই পদে নিয়োগ দিয়েছেন। শিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইটে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে। বিদায়ী উপাচার্য প্রফেসর ড. মোঃ নুরুল মোস্তফা নতুন উপাচার্যের কাছে দায়িত্বভার হস্তান্তর করেছেন। রবিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে সাদার্ন ইউনিভার্সিটির উদ্যোক্তা ও প্রতিষ্ঠাতা প্রফেসর সরওয়ার জাহান জানান, উপাচার্য পদে চার বছর মেয়াদের জন্য নিয়োগ পেয়ে দায়িত্বভার গ্রহণ করেছেন অধ্যাপক মোজাম্মেল হক। এরপর তাকে ফুলের শুভেচ্ছায় বরণ করে নেন সাদার্ন ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান খলিলুর রহমানসহ পুরো সাদার্ন পরিবার। প্রফেসর মোহাম্মদ মোজাম্মেল হক চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রথম উপাচার্য ছিলেন।
×