ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সংস্কৃতি সংবাদ

বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি পদক পাচ্ছেন গোলাম মুস্তাফা

প্রকাশিত: ২৩:২২, ২৮ মার্চ ২০২১

বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি পদক পাচ্ছেন গোলাম মুস্তাফা

স্টাফ রিপোর্টার ॥ চলছে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবর্ষ। নানা আয়োজনে শ্রদ্ধা নিবেদন করা হচ্ছে হাজার বছরের এই শ্রেষ্ঠ বাঙালীকে। শিল্পীর ক্যানভাসে, নৃত্যের ছন্দে কিংবা গানের সুরে স্বাধীনতার মহান স্থপতির প্রতি নিবেদিত হলো ভালবাসা। সেই সুবাদে এবার ভিন্নধর্মী উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ। প্রবর্তিত হলো ‘বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি পদক’। এখন থেকে প্রতিবছর আবৃত্তি শিল্পে অবদান রাখা কীর্তিমানদের এই পদক প্রদান করা হবে। আর এ বছর বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি পদক পাচ্ছেন বরেণ্য আবৃত্তিশিল্পী গোলাম মুস্তাফা (মরণোত্তর)। প্রতিবছরের ৩১ মার্চ অনুষ্ঠানের মাধ্যমে এ পদক প্রদান করা হবে। তবে মহামারী করোনা পরিস্থিতির অবনতির কারণে আগামী অক্টোবরে জাতীয় আবৃত্তি উৎসবের প্রথমদিন এ বছরে পদক প্রদান করা হবে। এছাড়াও ওই উৎসবে গোলাম মুস্তাফা আবৃত্তি পদক ২০২০, বৃষ্টি-দোলা আবৃত্তি পদক এবং ২০২১ সালের কামরুল হাসান মঞ্জু পদকও প্রদান করা হবে। শনিবার সকালে সেগুনবাগিচার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনি মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদের সভাপতি সংসদ সদস্য আসাদুজ্জামান নূর। আয়োজনের বিস্তারিত তুলে ধরে সংস্কৃতিজন আসাদুজ্জামান নূর বলেন, প্রতিবছর নিয়মিতভাবে এই পদকটি প্রদানের জন্য ইতোমধ্যেই ‘জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট’ এর অনুমোদন পেয়েছে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ। এই ট্রাস্টের সভাপতি বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর নামে যে কোন প্রস্তাব পেলেই প্রধানমন্ত্রী অনুমোদন দেন না। প্রায় পাঁচ হাজার প্রতিষ্ঠানের আবেদন পড়ে আছে তার দফতরে। এখনও যা দিচ্ছেন, বেছে বেছে ভাবনাচিন্তা করে নগণ্যসংখ্যক অনুমোদন দিচ্ছেন। আমার নিজের জেলা নীলফামারীতে বঙ্গবন্ধুর নামে স্টেডিয়ামের নামকরণ করতে চেয়েছিলাম। পরবর্তীতে তিনি অনুমোদন না দেয়ায় পরে শেখ কামালের নামে করেছি। আসাদুজ্জামান নূর বলেন, এই পদক প্রবর্তনের অনুমোদন প্রদানের মধ্য দিয়ে সংস্কৃতিবান্ধব প্রধানমন্ত্রী শেখ হাসিনা আবৃত্তিশিল্পকে একটি মর্যাদার আসনে স্থান দিয়েছেন। যার কারণে তার প্রতি আমরা কৃতজ্ঞ। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন আবৃত্তি সমন্বয় পরিষদের সাধারণ সম্পাদক মোঃ আহ্্কাম উল্লাহ্্। এ সময় আরও উপস্থিত ছিলেন পরিষদের সভাপতিম-লীর সদস্য বাচিকশিল্পী বেলায়েত হোসেন, রফিকুল ইসলাম, রেজীনা ওয়ালি লীনা, যুগ্ম-সম্পদক আজহারুলহক আজাদসহ অনেকে।
×