ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

উৎপলকান্তি বড়ুয়া

এই মার্চ মাসে

প্রকাশিত: ১৯:৩৬, ২৭ মার্চ ২০২১

এই মার্চ মাসে

এই মার্চ মাসেই মিছিলের সেই প্রতিবাদ আর গান, মিছিলের হাতে হাত রেখে চলা পল্টন ময়দান। জয় বাংলার সেøাগানে সেøাগানে জনঢেউ ওঠে ফুঁসে, শোষিত ভীষণ সেই আপামর ক্ষিপ্ত জনগণ রোষে। এই মার্চ মাসেই মঞ্চ কাঁপানো সেই না কবিতা পাঠে, তাতে এসেই ভিড়ে স্বস্তির তরী নির্দেশনার ঘাটে। কবিতার কবি মুজিবুর নামের টুঙ্গিপাড়ার খোকা, এই মার্চ মাসেই জন্ম তাঁর সুবর্ণরেখার টোকা। এই মার্চ মাসেই দ্রোহ-বিদ্রোহ দীপ্ত জাগরণ-ছটা, সংগ্রামী রাজ পথ-ঘাট জুড়ে কত নানা ঘনঘটা। এই মার্চ মাসেই হায়েনা-ছোবল কালো রাত্রির ক্ষণ, বাংলা ও বাঙালির গর্বের সেরা ‘স্বাধীনতা’ উচ্চারণ।
×