ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

আড়াইহাজারে অটোরিক্সা চালককে হত্যা

প্রকাশিত: ১৫:৪০, ৯ মার্চ ২০২১

আড়াইহাজারে অটোরিক্সা চালককে হত্যা

স্টাফ রিপোর্টার, নারায়ণগঞ্জ ॥ নারায়ণগঞ্জের আড়াইহাজারে সবুজ মিয়া (২৫) নামে এক অটোরিক্সা চালককে শ্বাসরোধ করে ও ধারালো অস্ত্র দিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এ সময় তার অটোরিক্সাটি ছিনতাই করে নিয়েছে হত্যাকারীরা। সোমবার দিবাগত গভীর রাতে উপজেলার হাইজাদী ইউনিয়নের নারান্দী এলাকায় এ ঘটনাটি ঘটে। নিহত সবুজ মিয়া উপজেলার মাহমুদপুর ইউনিয়নের খিরদাসাদী গ্রামের সফিকুলের ছেলে। নিহতের স্বজন ও পুলিশ জানায়, সোমবার বিকেল ৪টার দিকে সবুজ তার অটোরিক্সা নিয়ে বাড়ি থেকে বের হন। রাতে সে আর বাড়িতে ফিরে আসেনি। পরে তার স্বজনরা বিভিন্নস্থানে তাকে খোঁজাখুজি শুরু করেন। এমনকি তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। নিহত সবুজের চাচা সোহেল জানান, মঙ্গলবার সকালে লোক মারফত খবর পাই নারান্দী এলাকায় পাকা রাস্তার পশ্চিমপাশে হাত-মুখ বাঁধা অবস্থায় এক যুবকের লাশ পড়ে আছে। এ খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ভাতিজা সবুজের লাশ শনাক্ত করি। সবুজের অটোরিক্সাটির কোন হসিদ নেই। পরে থানা পুলিশকে জানালে পুলিশ ঘটনাস্থল থেকে নিহত সবুজের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে প্রেরণ করেন। আড়াইহাজার থানার উপপরিদর্শক (এসআই) সফিকুল ইসলাম জানান, নিহত সবুজের মাথার বাম পাশে রক্তাক্ত জখম রয়েছে এবং তার দুই হাত ও মুখ লুঙ্গি দিয়ে বাধা ছিল। আড়াইহাজার থানার ওসি নজরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ধারণা করছে ছিনতাইকারীরা অটোটিরিক্সাটি ছিনতাই করতেই তাকে শ্বাসরোধ করে হত্যা করে থাকতে পারে। তবে কিভাবে তাকে হত্যা করা হয়েছে যা ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর তা নিশ্চিত হওয়া যাবে। এ খুনের সঙ্গে জড়িতদের খুঁজে বের করে প্রয়োজনীয় ব্যবস্থ গ্রহণ করা হবে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
×