ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নওগাঁর মান্দায় আত্রাই নদীর বাঁধসহ মন্দির ও শ্মশান ভাঙ্গনের মুখে

প্রকাশিত: ১৫:১৯, ৯ মার্চ ২০২১

নওগাঁর মান্দায় আত্রাই নদীর বাঁধসহ মন্দির ও শ্মশান ভাঙ্গনের মুখে

নিজস্ব সংবাদদাতা, নওগাঁ ॥ নওগাঁর মান্দা উপজেলার খুদিয়াডাঙ্গায় আত্রাই নদী থেকে বালু উত্তোলন করায় বন্যা নিয়ন্ত্রন বাঁধ, নদীপাড়ে থাকা শ্মশান ও মন্দির প্রায় বিলুপ্তির পথে। বাঁধ, শ্মশান, মন্দির যেমন বিলীন হতে চলেছে, তেমনী এসব বালু ও মাটি ট্রাক্টরে করে বিক্রি করা হচ্ছে বিজয়পুর এলাকার কিছু ইটভাঁটিতে। এতে ট্রাক্টরের (কাঁকড়া) চাকায় পানি উন্নয়ন বোর্ডের বাঁধ কাম রাস্তাটি চরম ক্ষতিগ্রস্ত হচ্ছে। অবস্থাদৃষ্টে মনে হয় এসব দেখার কেউ নেই। এসব বালু ও মাটি উত্তোলনকারীরা বিএনপি করলেও আওয়ামী লীগের স্থানীয় উপনেতা পাতিনেতাদের সঙ্গে যোগসাজস করে একাধারে মাটি ও বালু তুলে দেদার বিক্রি করছে। স্থানীয়দের অভিযোগে জানা গেছে, নদীর বালু তোলার পাশাপাশি শুকনো নদী থেকে প্রতিদিন গড়ে অর্ধশত ট্রাক্টর যোগে এসব মাটি বিক্রি করা হচ্ছে। ইতোমধ্যেই নদীর পাড় ধ্বসে বাঁধ কাম রাস্তা চরম ক্ষতিগ্রস্ত হয়েছে। সেইসঙ্গে হিন্দু ধর্মাবলম্বীদের শ্মশান এবং পাশেই থাকা শ্মশান কালির মন্দিরটিও ব্যাপক ক্ষতির সম্মুখীন হয়েছে। এছাড়া নদী তীরবর্তী কয়েকশ’ কৃষকের আবাদী জমিও হুমকির মুখে পড়েছে। বন্যা নিয়ন্ত্রন বাঁধ কাম রাস্তা ভেঙ্গে গেলে একদিকে যেমন এলাকাবাসীর চলাচলের পথ বন্ধ হয়ে যাবে, অন্যদিকে আগামী বর্ষা মৌসুমে বাঁধ ভেঙ্গে এলাকার বিস্তীর্ণ ফসলী জমি ও গ্রাম বন্যাকবলিত হয়ে পড়বে। অবিলম্বে এই বালু ও মাটি উত্তোলন বন্ধের দাবিতে মঙ্গলবার এলাকাবাসী নওগাঁ জেলা প্রশাসক ও পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌলী বরাবর অভিযোগ দাখিল করেছেন।
×