ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নতুন কমেডি শোতে দুই বিশ্বাস

প্রকাশিত: ০১:১৭, ৯ মার্চ ২০২১

নতুন কমেডি শোতে দুই বিশ্বাস

সংস্কৃতি ডেস্ক ॥ একজন উপস্থাপক হিসেবে দারুণ জনপ্রিয় দেবাশীষ বিশ^াস। পাশাপাশি একজন চলচ্চিত্র পরিচালক হিসেবেও বেশ সমাদৃত তিনি। ‘পথের প্যাচালী’, ‘ক্লোজ আপ ওয়ান-তোমাকেই খুঁজছে বাংলাদেশ’, ‘হা শো’, ‘জানার আছে বলার আছে’, ‘ভেরি ফিল্মি’, ‘সুপার হিরো সুপার হিরোইন’, ‘ঢালিউড করচা’, ‘শুধু তোমার জন্য’সহ আরও কিছু অনুষ্ঠান জনপ্রিয় হয়ে উঠার কারণ দেবাশীষ বিশ^াসের নানন্দিক উপস্থ্পানা। স্যাটেলাইট চ্যানেল এটিএন বাংলায় আবারও সেই আশা নিয়েই দেবাশীষ বিশ^াসকেই উপস্থাপক হিসেবে নিয়ে শুরু করেছে বাংলাদেশের সর্ববৃহৎ সেলিব্রেটি কমেডি শো ‘গ্র্যান্ড ফান শো’। দেবাশীষ বিশ^াসের আহ্বানে প্রথম পর্বের অতিথি হয়ে এই ফান শোতে অংশ নিয়েছিলেন জনপ্রিয় চিত্রনায়িকা অপু বিশ^াস। গত ৭ মার্চ বিএফডিসির একটি ফ্লোরে এই শূটিং-এ অংশ নেন অপু বিশ^াস। এই ফান শোটি পরিচালনা করছেন তারেক মাহমুদ। এমন একটি অনুষ্ঠানের উপস্থাপক হিসেবে দায়িত্বে থাকতে পেরে ভীষণ উচ্ছ্বসিত দেবাশীষ বিশ^াস। দেবাশীষ বিশ^াস বলেন, ‘এই ধরনের অনুষ্ঠান সাধারণত পশ্চিমা দেশ থেকে শুরু করে পাশর্^বর্তী দেশগুলোতে হয়ে থাকে। বাংলাদেশে এত আয়োজন করে এই ধরনের অনুষ্ঠান এই প্রথম। অনুষ্ঠানটি করতে পেরে ভীষণ ভাল লাগছে। আর আমার আহ্বানে বা নিমন্ত্রণে এই অনুষ্ঠানের প্রথম পর্বের অতিথি হিসেবে এসেছিলেন অপু বিশ^াস। প্রথম পর্বে তাকে পাওয়া ছিল আমার জন্য অনেক আনন্দের, ভাল লাগার। আমার বিশ^াস দর্শকেরা অনুষ্ঠানটি ভীষণ আগ্রহ নিয়ে উপভোগ করবেন।’ অপু বিশ^াস বলেন, ‘এর আগেও দেবাশীষ দাদার আহ্বানে বেশকিছু অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত হয়েছিলাম। কিন্তু এবারের শোটি একেবারেই ব্যতিক্রম। আমার কাছে অনুষ্ঠানের ধরন এবং আমাকে নিয়ে দাদার নানান ধরনের ফান করা ছিল ভীষণ উপভোগ্য। আমি বেশ আনন্দ পেয়েছি অনুষ্ঠানটিতে উপস্থিত হতে পেরে। দর্শকেরও ভাল লাগবে আশা করি।’ আগামী ১৯ মার্চ থেকে এটিএন বাংলায় পাক্ষিকভাবে সন্ধ্যা ৭.৫০ মিনিটে অনুষ্ঠানটি প্রচার হবে।
×