ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

সবাইকে টিকা নেয়ার আহ্বান মাহাথিরের

প্রকাশিত: ০১:০৭, ৯ মার্চ ২০২১

সবাইকে টিকা নেয়ার আহ্বান মাহাথিরের

আধুনিক মালয়েশিয়ার রূপকার মাহাথির মোহাম্মদ প্রাণঘাতী করোনা ভাইরাস বিস্তাররোধে সবাইকে টিকা নেয়ার আহ্বান জানিয়েছেন। দেশটির লংকাউই হাসপাতালে রবিবার টিকা গ্রহণের সময় পর মাহাথির মোহাম্মদ এ আহ্বান জানান। টিকা নেয়ার পর চিকিৎসা কর্মীদের প্রতিও কৃতজ্ঞতা জানান এবং লংকাউই জেলার কোভিড-১৯ ভ্যাকসিন কেন্দ্রের টিকা দান প্রক্রিয়া ঘুরে দেখেন। এএফপি। এ সময় মাহাথির মোহাম্মদ বলেন, করোনা মহামারী আমাদের সহনশীল বোধকে আরও জাগ্রত করল। এটি খুবই কার্যকর এবং খুব ভাল। কিছু গুরুতর সমস্যা প্রতিরোধে সবার টিকা নেয়া উচিত। হাসপাতালের চিকিৎসা কর্মকর্তারা বলেন, টিকা কেন্দ্রে সাধারণ মানুষের মতো করে টিকা নেয়ার প্রস্তাব দেন মাহাথির। নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে আমরা সকালেই তাকে টিকা দেয়ার আয়োজন করি। গত ২৪ ফেব্রুয়ারিতে মালয়েশিয়াতে টিকাদান কর্মসূচী শুরু হয়। তবে শুরুতে দেশটির প্রধানমন্ত্রী তানশ্রী মহিউদ্দিন ইয়াসিন।
×