ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

এশিয়া কাপে দ্বিতীয় সারির দল পাঠাবে ভারত

প্রকাশিত: ০০:৪৯, ৯ মার্চ ২০২১

এশিয়া কাপে দ্বিতীয় সারির দল পাঠাবে ভারত

স্পোর্টস রিপোর্টার ॥ শঙ্কাটাই শেষ পর্যন্ত সত্যি হতে যাচ্ছে। আগামী ১৮-২২ জুন ইংল্যান্ডের সাউদাম্পটনে অনুষ্ঠিত হবে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল। যেখানে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ ভারত। প্রায় একই সময় শ্রীলঙ্কায় হওয়ার কথা এশিয়া কাপ। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের পর ইংল্যান্ডে স্বাগতিকদের সঙ্গে পাঁচ টেস্টের সিরিজ বিরাট কোহলিদের। তাই এশিয়ান ক্রিকেটের বিশ্বকাপ খ্যাত এশিয়া কাপে দ্বিতীয়সারির দল পাঠানোর কথা ভাবছে ইন্ডিয়ান বোর্ড (বিসিসিআই), ‘এখন আর কোন বিকল্প নেই। ইংল্যান্ডের টেস্ট সিরিজের প্রস্তুতিকে আমরা হুমকিতে ফেলতে পারি না। তার ওপর দুবার ক্রিকেটারদের কোয়ারেন্টাইনেও যেতে বলতে পারি না। তাই এশিয়া কাপ হলে ভারতের দ্বিতীয় সারির দল পাঠানো ছাড়া আর কোন বিকল্প থাকবে না’ জানিয়েছেন এক কর্মকর্তা। নারায়ণগঞ্জ-ফরিদপুর চূড়ান্তপর্বে বাংলাদেশ গেমস কাবাডি স্পোর্টস রিপোর্টার ॥ বাংলাদেশ গেমস কাবাডির চূড়ান্তপর্বে উঠেছে নারায়ণগঞ্জ-ফরিদপুর। পুরুষ বিভাগের ফাইনালে গোপালগঞ্জকে ২৬-২৩ পয়েন্টে হারায় নারায়ণগঞ্জ। আর মহিলা বিভাগে ফরিদপুর ২৪-১৭ পয়েন্টে ঢাকাকে হারায়।
×