ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ গেমস নারী ক্রিকেটের ফাইনালে নীল দল

প্রকাশিত: ০০:৪৮, ৯ মার্চ ২০২১

বাংলাদেশ গেমস নারী ক্রিকেটের ফাইনালে নীল দল

স্পোর্টস রিপোর্টার ॥ বঙ্গবন্ধু নবম বাংলাদেশ গেমসের নারী ক্রিকেট ইভেন্টে সবার আগে ফাইনালে খেলা নিশ্চিত করেছে নীল দল। সোমবার সবুজ দলকে ৯ উইকেটে হারিয়ে শিরোপা নির্ধারণী ম্যাচে খেলবে সালমা, জাহানারাদের নীল দল। মুমতা হেনা হাসনাতের অসাধারণ বোলিংয়ে তা সম্ভব হয়েছে। মুমতা হেনা ১০ ওভারে ২২ রানে ৪ উইকেট শিকার করে ম্যাচ জেতান। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে বাংলাদেশ সবুজ দল ৩৯.৫ ওভারে মাত্র ৮৩ রান করে গুটিয়ে যায়। শারমিন সুলতানা সর্বোচ্চ ১৯ রান করতে পারেন। নীল দলের প্রথম ম্যাচে ৬ উইকেট শিকারি বাঁহাতি পেসার ফারিহা তৃষ্ণার এবার ১টি উইকেট শিকার করেন। তবে সালমা ও জাহানারা ২টি করে উইকেট নেন। জবাবে ২২.৩ ওভারেই জিতে যায় নীল দল। ১ উইকেট হারিয়ে ৮৫ রান করে জয় তুলে নেয়। শামিমা সুলতানা (৩০*), মুর্শিদা খাতুন (২৪*), ফারজানা হক পিংকি (২১*) দুর্দান্ত ব্যাটিং করে ম্যাচ জেতান। লীগপর্বে একটি দল দুটি করে ম্যাচ খেলার সুযোগ পাচ্ছে। টানা দুটি ম্যাচেই জিতেছে নীল দল। এরআগে লাল দলকে ১০ উইকেটে হারিয়েছিল নীল দল। দুই জয়েই ফাইনাল নিশ্চিত হয়ে গেছে। বুধবার লাল ও সবুজ দলের মধ্যে যে দল জিতবে তারাই সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ১২ মার্চ নীল দলের বিরুদ্ধে ফাইনাল ম্যাচে লড়াই করবে। স্কোর ॥ বাংলাদেশ সবুজ দল- ৮৩/১০; ৩৯.৫ ওভার (শারমিন ১৯, সানজিদা ১৪, রুমানা ১২, দিশা ১২; মুমতা হেনা ৪/২২)। বাংলাদেশ নীল দল- ৮৫/১; ২২.৩ ওভার (শামিমা ৩০*, মুর্শিদা ২৪*, ফারজানা ২১*; মেঘলা ১/১৫)। ফল ॥ বাংলাদেশ নীল দল ৯ উইকেটে জয়ী। ম্যাচসেরা ॥ মুমতা হেনা হাসনাত (বাংলাদেশ নীল দল)।
×