ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজ

ভারতের পর ইংল্যান্ডের কাছেও হারল বাংলাদেশ

প্রকাশিত: ০০:৪৭, ৯ মার্চ ২০২১

ভারতের পর ইংল্যান্ডের কাছেও হারল বাংলাদেশ

স্পোর্টস রিপোর্টার ॥ ভারতের পর ইংল্যান্ড কিংবদন্তি ক্রিকেটারদের কাছেও হেরেছে বাংলাদেশ কিংবদন্তি ক্রিকেটাররা। ইংল্যান্ড লিজেন্ডস দলের কাছে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশ লিজেন্ডস দল। ভারতের রায়পুরের শহীদ বীর সিং আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত রোড সেফটি ওয়ার্ল্ড সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচেও পাত্তা পেল না বাংলাদেশ লিজেন্ডস। কেভিন পিটারসেনের ইংল্যান্ড লিজেন্ডসের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরে গেল মোহাম্মদ রফিকের দল। টস জিতে আগে ব্যাট করতে নামে বাংলাদেশের সাবেক কিংবদন্তি ক্রিকেটারররা। নির্ধারিত ২০ ওভার শেষে ১১৩ রানের পুঁজি পায় তারা। দলের হয়ে সর্বোচ্চ ৩১ রান করেন খালেদ মাসুদ পাইলট। এ ছাড়াও ৩০ রানের ইনিংস খেলেন মুশফিকুর রহমান। জবাব দিতে নেমে বাংলাদেশের নির্বিষ বোলিংয়ের সামনে কোন বেগ পেতে হয়নি ইংল্যান্ডের বুড়োদের। দলের হয়ে সর্বোচ্চ ১৭ বল খেলে ৪২ রান করেন কেভিন পিটারসন। ৩২ রান করেন ড্যারেন মেডি। ৩৬ বল হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংলিশরা। ৩ উইকেট হারিয়ে ১৪ ওভারে ১১৭ রান করে জিতে যায়। স্কোর ॥ বাংলাদেশ লিজেন্ডস- ১১৩/৫; ২০ ওভার (পাইলট ৩১, মুশফিক ৩০, হান্নান সরকার ১৩; ট্রেমলেট ২/১০)। ইংল্যান্ড লিজেন্ডস- ১১৭/৩; ১৪ ওভার (কেভিন পিটারসন ৪২, ড্যারেন মেডি ৩২, ফিল মাস্টার্ড ২৭; রফিক ২/৩১)। ফল ॥ বাংলাদেশ লিজেন্ডস ৭ উইকেটে পরাজিত।
×