ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু ১৪ মার্চ

প্রকাশিত: ০০:৪৪, ৯ মার্চ ২০২১

জাতীয় ফুটবল দলের ক্যাম্প শুরু ১৪ মার্চ

স্পোর্টস রিপোর্টার ॥ আগামী ২৫ মার্চ আফগানিস্তানের বিপক্ষে বাংলাদেশের ফিফা বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ হওয়ার কথা থাকলেও তা মাঠে গড়ানোর কোন সম্ভাবনাই দেখা যাচ্ছে না। করোনাকালীন সময় বাংলাদেশে আসতে রাজি নয় আফগানিস্তান, যার ফলে একের পর এক আলোচনা টেবিলে বসেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন্স (এএফসি)। কিন্তু তাতে কোন লাভ হচ্ছে না। কারণ দুইদেশই নিজেদের সিদ্ধান্তে অনড়। বাংলাদেশ দেশের মাটিতে ছাড়া খেলবে না, অন্যদিকে আফগানিস্তানও বাংলাদেশে আসতে রাজি নয়। যদি মার্চে এই ম্যাচ আয়োজিত না হয় তবে আগামী জুনে নিরপেক্ষ ভেন্যুতে খেলতে হবে বাংলাদেশকে। ২৫ মার্চের পরিবর্তে ৩ জুন বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচটি হওয়ার সম্ভাবনা রয়েছে। সম্ভাব্য ভেন্যু কাতারের দোহা। আফগানিস্তানের বিপক্ষে মার্চে ম্যাচ না হলে বাংলাদেশ খেলবে নেপাল আয়োজিত তিন জাতি টুর্নামেন্টে। এই টুর্নামেন্টে বাকি দেশ কিরগিজস্তান। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) ও আফগানিস্তান ফুটবল ফেডারেশনের সাম্প্রতিক পত্র যোগাযোগের প্রেক্ষিতে লিখিতভাবে বাংলাদেশে এসে ম্যাচ খেলতে না আসার বিষয়টি বাফুফেকে অবহিত করে আফগানিস্তান ফুটবল ফেডারেশন। এই বিষয়গুলো নিয়ে সোমবার বাফুফে ভবনে ন্যাশনাল টিমস কমিটির সভা অনুষ্ঠিত হয়। এতে উপস্থিত ছিলেন ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ, বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, সদস্য সত্যজিৎ দাস রূপু, আমের খান, আনোয়ারুল হক হেলাল প্রমুখ। কাজী নাবিল বলেন, ‘আমরা তাদের বারবার জানিয়েছি মার্চে খেলতে আমরা প্রস্তুত আছি। এএফসির সঙ্গে বেশ কয়েকবার যোগাযোগ হয়েছে। তারা বলেছে আফগানিস্তানের সঙ্গে যদি আমরা একটা সমঝোতা করতে পারি সে অনুযায়ী তারা ব্যবস্থা নেবে। কিন্তু আফগানিস্তান দুদিন আগে চিঠি দিয়ে আমাদের জানিয়েছে বাংলাদেশে এসে খেলতে পারবে না। তারা অনুরোধ করেছে নিরেপেক্ষ ভেন্যুতে ম্যাচটা খেলি।’ নাবিল আরও বলেন, ‘এএফসিকে আমরা চিঠি দিয়ে জানিয়ে দেব। সেখানে লিখব আমরা খেলতে প্রস্তুত ছিলাম। আফগানিস্তান আসবে না। আমরা এখনও খেলাটা আয়োজন করতে প্রস্তুত আছি। এরপর তাদের সিদ্ধান্ত জেনে আমরা এগোব।’ নেপালে আমন্ত্রণমূলক টুর্নামেন্ট খেলতে যাওয়া প্রসঙ্গে নাবিলের ভাষ্য, ‘এরমধ্যে আমাদের প্লান-বি হিসেবে নেপালে টুর্নামেন্ট খেলার চিন্তা-ভাবনা করে রেখেছি। সম্প্রতি আমরা নেপাল থেকে একটা আমন্ত্রণ পাই সেখানে গিয়ে একটা ফ্রেন্ডলি টুর্নামেন্ট খেলার জন্য। আমরা চাই আমাদের জাতীয় দল কোন না কোন খেলার মধ্যে থাকুক। যেন আমরা আমাদের টিমকে পরখ করে নিতে পারি। হয়তো নতুন কিছু ফুটবলার যোগ হবে। তাদেরও যেন ম্যাচ খেলার অভিজ্ঞতা দিতে পারি।’ জাতীয় দলের ক্যাম্প সম্পর্কে নাবিল বলেছেন, ‘১৩ মার্চ সব খেলোয়াড়কে ডাকা হবে। ওইদিন কোভিড টেস্ট করে ১৪ মার্চ থেকে ক্যাম্প শুরু হবে। ফ্লাইট সিডিউল ঠিক হলে ১৮ বা ২০ মার্চ নেপালে চলে যাব। আমাদের কোচিং স্টাফ যা আছে সেটাই থাকবে। তবে ফিটনেস কোচহ আরও ক’জনকে যোগ করা হবে।’ ভারতের আই লীগে কলকাতা মোহামেডানের হয়ে খেলছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভুঁইয়া। নেপালে আয়োজিত টুর্নামেন্টে তিনি থাকবেন কি না সেই বিষয়টি নিশ্চিত করেননি নাবিল। তবে জানিয়েছেন আজই জাতীয় দলের ফুটবলারদের তালিকা দেয়া হবে। সেখানেই নিশ্চিত হওয়া যাবে বিষয়টি।
×