ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

টিকার দ্বিতীয় ডোজের তারিখ জানানো হবে এসএমএসের মাধ্যমে

প্রকাশিত: ০০:২৯, ৯ মার্চ ২০২১

টিকার দ্বিতীয় ডোজের তারিখ জানানো হবে এসএমএসের মাধ্যমে

জনকণ্ঠ ডেস্ক ॥ যারা ইতোমধ্যে করোনাভাইরাসের টিকার প্রথম ডোজ নিয়েছেন, তাদের দ্বিতীয় ডোজ দেয়া হবে দুই মাস পর। দ্বিতীয় ডোজের জন্য যাদের এক মাস পরের তারিখ লিখে দেয়া হয়েছিল, মোবাইলে এসএমএস পাঠিয়ে তাদের নতুন তারিখ জানিয়ে দেয়া হবে বলে স্বাস্থ্য অধিদফতর জানিয়েছে। তবে কবে থেকে সেই এসএমএস পাঠানো শুরু হবে, তা এখনও চূড়ান্ত হয়নি বলে জানিয়েছেন অধিদফতরের কর্মকর্তারা। খবর বিডি নিউজের। স্বাস্থ্য অধিদফতরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সেন্টারের (এমআইএস) পরিচালক ও এইচআইএস এ্যান্ড ই-হেলথের লাইন ডিরেক্টর অধ্যাপক ডাঃ মিজানুর রহমান বলেন, যারা জানুয়ারির ২৮ তারিখে প্রথম টিকা নিয়েছেন, তারা দ্বিতীয় ডোজ নেবেন ২৮ মার্চ। আর যারা ৭ ফেব্রুয়ারি প্রথম টিকা নিয়েছেন, তাদের ৭ এপ্রিল দ্বিতীয় ডোজ দেয়ার পরিকল্পনা রয়েছে। তারিখ ও সময় জানিয়ে সময়মতো এসএমএস চলে যাবে। এটার জন্য নির্দিষ্ট কোন দিনক্ষণ ঠিক করা নাই। তবে টিকা দেয়ার নির্ধারিত সময়ের আগে এসএমএস চলে যাবে। সরকারের কাছে যথেষ্ট পরিমাণ টিকা আছে, টিকা পাওয়া নিয়ে চিন্তার কিছু নেই।
×