ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

নামের মিলে জেলে প্রকৃত অপরাধীকে খুঁজে বের করার নির্দেশ

প্রকাশিত: ০০:০৩, ৯ মার্চ ২০২১

নামের মিলে জেলে প্রকৃত অপরাধীকে খুঁজে বের করার নির্দেশ

স্টাফ রিপোর্টার ॥ নামের মানিক অংশের মিল থাকায় মাদক মামলায় একজনের স্থলে আরেকজনের জেল খাটার ঘটনায় প্রকৃত অপরাধীকে খুঁজে বের করতে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দিয়েছে আদালত। এদিকে বিমান বাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা জগলুল ওয়াহিদের সঙ্গে দ্বিতীয় স্ত্রী আঞ্জু কাপুরের (পাওয়ার অব এ্যাটর্নি জালিয়াতিতে অভিযুক্ত) মুসলিম রীতি অনুযায়ী বিয়ে হয়েছিল কিনা তা জানতে স্পেশাল ম্যারেজ রেজিস্ট্রার কবিতা রানী দত্ত রায় সোমবার আদালতে হাজির হয়েছিলেন। কিন্তু শুনানির সময় আদালতে সীলযুক্ত না থাকায় আবারও তাকে তলব করেছে হাইকোর্ট। অন্যদিকে মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলাসহ চারটি মামলায় ফারমার্স ব্যাংকের নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীর ছেলে রাশেদুল হক চিশতীকে দেয়া জামিন বাতিল চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের ওপর শুনানি আরও দুই সপ্তাহ পিছিয়ে দিন ধার্য করেছে হাইকোর্ট। সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এ আদেশ প্রদান করেছে। স্পেশাল ম্যারেজ রেজিস্ট্রারকে আবারও তলব ॥ বিমানবাহিনীর অবসরপ্রাপ্ত কর্মকর্তা মোস্তফা জগলুল ওয়াহিদের সঙ্গে দ্বিতীয় স্ত্রী আঞ্জু কাপুরের (পাওয়ার অব এ্যাটর্নি জালিয়াতিতে অভিযুক্ত) মুসলিম রীতি অনুযায়ী বিয়ে হয়েছিল কিনা তা জানতে স্পেশাল ম্যারেজ রেজিস্ট্রার কবিতা রানী দত্ত রায় সোমবার আদালতে হাজির হয়েছিলেন। রাশেদ চিশতীর জামিন বাতিলে হাইকোর্টের শুনানি পিছিয়েছে ॥ মানি লন্ডারিং প্রতিরোধ আইনের মামলাসহ চারটি মামলায় ফারমার্স ব্যাংকের নিরীক্ষা কমিটির সাবেক চেয়ারম্যান মাহবুবুল হক চিশতীর ছেলে রাশেদুল হক চিশতীকে দেয়া জামিন বাতিল চেয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা আবেদনের ওপর শুনানি আরও দুই সপ্তাহ পিছিয়ে দিন ধার্য করেছে হাইকোর্ট।
×