ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

যাত্রীবেশে চালককে হত্যা করে ইজি বাইক ছিনতাই

প্রকাশিত: ২৩:৪৫, ৯ মার্চ ২০২১

যাত্রীবেশে চালককে হত্যা করে ইজি বাইক ছিনতাই

স্টাফ রিপোর্টার ॥ ঢাকা থেকে নীলফামারী গিয়ে যাত্রীবেশে চালককে হত্যা করে ইজিবাইক ছিনতাইকারী তিনজনকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। গ্রেফতারকৃতরা একাধারে পেশাদার ছিনতাইকারী ও খুনী। ছিনতাইয়ে বাধা পেলেই তারা চালককে হত্যা করে। সারাদেশে এমন অন্তত ত্রিশটি ছিনতাইকারী কাম খুনী চক্রের সন্ধান মিলেছে। চক্রগুলো তিন বছর ধরেই সক্রিয়। চালককে হত্যা করে ইজিবাইক ছিনিয়ে নিয়ে পার্শ্ববর্তী জেলায় বিক্রি করে দিচ্ছে তারা। আগের সিএনজি ছিনতাইকারীরাই বর্তমানে এমন কর্মকাণ্ড চালাচ্ছে বলে তদন্তে বেরিয়ে আসছে। কারণ সিএনজির নম্বর প্লেট থাকে। আর ইজিবাইকের থাকে না। এমন সুযোগকেই কাজে লাগাচ্ছে তারা। সিআইডি ও পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন পিবিআইয়ের তদন্তে এমন তথ্য বেরিয়ে এসেছে। সোমবার সিআইডির সদর দফতরে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংস্থাটির খুলনা ও রংপুর বিভাগের ডিআইজি শেখ নাজমুল আলম জানান, গত ২২ ফেব্রুয়ারি নীলফামারী জেলার একটি সড়কের পাশ থেকে আব্দুল হালিম (৫৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার হয়। পরে নিহতের পরিচয় শনাক্ত হয়। তিনি ইজিবাইক চালিয়ে সংসার চালাতেন বলে জানা যায়। এ ঘটনায় মামলা হয়। জেলা পুলিশের পাশাপাশি জেলা সিআইডি পুলিশ তদন্ত শুরু করে। গত ৭ মার্চ রবিবার গভীর রাতে সিআইডির একটি দল নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ থানার মইকুলী এলাকায় অভিযান চালায়। অভিযানে গ্রেফতার করা হয় হত্যাকাণ্ডে জড়িতদের মধ্যে তিন জনকে। গ্রেফতারকৃতরা হচ্ছে, মাসুম আলী (২৩), সাদের আলী (২২) ও সমবার (২৫)। তাদের কাছে হত্যায় ব্যবহৃত একটি ছুরি ও ইজিবাইক বিক্রির চুক্তিনামা পাওয়া গেছে।
×