ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ঢাবিতে ভর্তি প্রক্রিয়া শুরু

প্রকাশিত: ২৩:৪৩, ৯ মার্চ ২০২১

ঢাবিতে ভর্তি প্রক্রিয়া শুরু

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ২০২০-২১ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্ষ ভর্তি পরীক্ষার আবেদন শুরু হয়েছে। গতকাল সোমবার বিকেল ৫টায় শুরু হওয়া এই আবেদন প্রক্রিয়া চলবে আগামী ৩১ মার্চ রাত ১২টা পর্যন্ত। গতকাল সোমবার বিকেল ৫টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ভর্তি অফিসে উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এই অনলাইন ভর্তি আবেদন প্রক্রিয়া উদ্বোধন করেন। এ সময় কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবু মোঃ দেলোয়ার হোসেন, জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোঃ ইমদাদুল হক, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মুহাম্মাদ আব্দুল মঈন, অনলাইন ভর্তি কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মোঃ মোস্তাফিজুর রহমান এবং বিশ্ববিদ্যালয়ের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। চলতি শিক্ষাবর্ষে ভর্তি আবেদন ফি ৬৫০ টাকা নির্ধারণ করা হয়েছে। আগামী ১ এপ্রিল বিকেল ৪টার মধ্যে এই ফি পরিশোধ করতে হবে। সোনালী, অগ্রণী, জনতা ও রূপালী ব্যাংক ছাড়াও অনলাইনে ডেবিট/ক্রেডিট কার্ড, মোবাইল ব্যাংকিং অথবা ইন্টারনেট ব্যাংকিং-এর মাধ্যমে ফি পরিশোধ করা যাবে। প্রসঙ্গত, গত শিক্ষাবর্র্ষে ভর্তি পরীক্ষার আবেদন ফি ছিল ৪৫০ টাকা। ২০২০-২০২১ শিক্ষাবর্ষে অনার্স প্রথম বর্র্ষে ভর্র্তি করানো হবে মোট সাত হাজার ১৩৩ জনকে। এর মধ্যে ক ইউনিটে আসন সংখ্যা ১৭৯৫টি, খ ইউনিটে ২৩৭৮টি, গ ইউনিটে ১২৫০টি, ঘ ইউনিটে ১৫৬০টি এবং চ ইউনিটে ১৩৫টি। এছাড়া ক ইউনিটের অধীনে আবহাওয়া বিজ্ঞান বিভাগের মাধ্যমে নতুন ১৫টি আসন বাড়ানো হয়েছে। ক ইউনিট ২১ মে, খ ইউনিট ২২ মে, গ ইউনিটে ২৭ মে, ঘ ইউনিট ২৮ মে এবং চ ইউনিটের লিখিত ৫ জুন, অঙ্কন ১৯ জুন অনুষ্ঠিত হবে। ক, খ, গ, ও ঘ ইউনিটের পরীক্ষা সকাল ১১টা থেকে দুপুর ১২টা ৩০ মিনিট পর্যন্ত অনুষ্ঠিত হবে। চ ইউনিটের সাধারণ জ্ঞান পরীক্ষা সকাল ১১টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত এবং অঙ্কন পরীক্ষা সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভর্তিচ্ছু আবেদনকারীদের ন্যূনতম যোগ্যতা হিসেবে ক ইউনিটের জন্য মাধ্যমিক/সমমান এবং উচ্চ মাধ্যমিক/সমমান পরীক্ষায় (৪র্থ বিষয়সহ) প্রাপ্ত জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৮.৫ (আলাদাভাবে জিপিএ ৩.৫), খ ইউনিটের জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৮.০ (আলাদাভাবে ৩.০), গ ইউনিটের জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৮.০ (আলাদাভাবে ৩.৫), ঘ ইউনিটের জন্য বিজ্ঞান শাখার ক্ষেত্রে জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৮.৫ (আলাদাভাবে ৩.৫), মানবিক ও বাণিজ্য শাখার ক্ষেত্রে জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৮.০ (আলাদাভাবে ৩.০) এবং চ ইউনিটের জন্য জিপিএ-দ্বয়ের যোগফল ন্যূনতম ৭.০ (আলাদাভাবে জিপিএ ৩.০) থাকতে হবে। এবার ঢাকা বিভাগের বাইরের শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের দুর্ভোগ লাঘবের উদ্দেশ্যে দেশের সকল বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে। ফলে ভর্র্তিচ্ছুরা নিজের সুবিধা মতো কেন্দ্র পছন্দ করতে পারবে। তবে আবেদনকারীকে নিজ বিভাগীয় শহরকে কেন্দ্র হিসেবে বেছে নেয়ার পরামর্শ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. মোঃ আখতারুজ্জামান। এ বিষয়ে তিনি বলেন, বিভাগীয় পর্যায়ের বিশ্ববিদ্যালয়গুলোর কর্তৃপক্ষদের সঙ্গে আলোচনা হয়েছে। বিভাগীয় কেন্দ্রগুলো তারাই নির্ধারণ করবেন।
×