ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

এএফসি ওমেন্স ফুটবল ডে পালন করলো বাফুফে

প্রকাশিত: ২০:৫৮, ৮ মার্চ ২০২১

এএফসি ওমেন্স ফুটবল ডে পালন করলো বাফুফে

স্পোর্টস রিপোর্টার ॥ প্রতিবারের ন্যায় এ বছরও এএফসি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশন ‘বিশ্ব নারী দিবস’ উপলক্ষ্যে সোমবার এএফসি ওমেন্স ফুটবল ডে পালন করা হয়। এবার বড় পরিসরে বাফুফে ঢাকাসহ বাফুফে’র ৩টি গ্রাসরুট জোন যথাক্রমে ফেনী, মাদারীপুর ও নীলফামারীতে এই অনুষ্ঠান পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে বাংলাদেশ জাতীয় মহিলা ফুটবল দলসহ বিভিন্ন স্কুল ও একাডেমীর ক্ষুদে প্রমীলা ফুটবল খেলোয়াড়রা অংশগ্রহণ করে। উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফে’র কমিটি ফর ওমেন্স ফুটবল এর চেয়ারম্যান ও ফিফা’র কার্য্যনিবাহী সদস্য মিস মাহফুজা আক্তার কিরণ, বাফুফে সহ-সভাপতি কাজী নাবিল আহমেদ, সহ-সভাপতি আতাউর রহমান ভূঁইয়া, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ প্রমুখ। উক্ত অনুষ্ঠানে বাফুফে’র কমিটি ফর ওমেন্স ফুটবল এর চেয়ারম্যান ও ফিফা’র কার্য্যনিবাহী সদস্য মিস মাহফুজা আক্তার কিরন বলেন, “উপস্থিত সকলকে আন্তর্জাতিক নারী দিবসের শুভেচ্ছা। বিশ্ব নারী দিবস উপলক্ষ্যে আমি অভিনন্দন জানাতে চাই মাননীয় প্রধানমন্ত্রী ও বাফুফে সভাপতি কাজী মোঃ সালাহউদ্দীনকে। মাননীয় প্রধানমন্ত্রীর সুযোগ্য নেতৃত্বে গোটা দেশের নারী সমাজ এগিয়ে যাচ্ছে আর বাফুফে সভাপতির নেতৃত্বে বাংলাদেশের মহিলা ফুটবল একের পর এক সাফল্য অর্জন করেছে।' মতিঝিলস্থ বাফুফে ভবন সংলগ্ন অফিশিয়াল টার্ফে আজ ২০০ প্রমীলা ফুটবল খেলোয়াড় অংশগ্রহণ করে এ অনুষ্ঠানে। এছাড়া, ফেনীর ভাষাশহীদ আবদুস সালাম স্টেডিয়াম, নীলফামারীতে শেখ কামাল স্টেডিয়াম ও মাদারীপুরে মাদারীপুর জেলা স্টেডিয়ামে সকাল ১০.০০ ঘটিকায় এ অনুষ্ঠান পালন করা হয়।
×