ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মার্জিন ঋণের নতুন সুদ হার কার্যকর শুরু ১ জুলাই

প্রকাশিত: ১৭:১৫, ৮ মার্চ ২০২১

মার্জিন ঋণের নতুন সুদ হার কার্যকর শুরু ১ জুলাই

অর্থনৈতিক রিপোর্টার ॥ সর্বোচ্চ ৩ শতাংশ স্প্রেড বেঁধে দিয়ে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মার্জিন ঋণের নতুন সুদ হার আগামী ১ জুলাই থেকে কার্যকর হবে। বিএসইসির নির্বাহী পরিচালক মো. আনোয়ারুল ইসলাম স্বাক্ষরিত নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে। এর আগে এই সুদ হার কার্যকরের জন্য ১ ফেব্রুয়ারি সময় নির্ধারণ করেছিল বিএসইসি। কিন্তু মার্চেন্ট ব্যাংক অব বাংলাদেশের (বিএমবিএ) আবেদনের পরিপ্রেক্ষিতে বিএসইসি সুদ হারটি কার্যকর ৫ মাস পিছিয়ে দেয়। জানা গেছে, সর্বোচ্চ ৩ শতাংশ স্প্রেড আদায়ের বিষয়ে গত ১৪ জানুয়ারি একটি নির্দেশনা দিয়েছিল বিএসইসি। ওই নির্দেশনায় বলা হয়েছিল সর্বোচ্চ ৩ শতাংশ স্প্রেড আদায় ১ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। ওই নির্দেশনায় জানানো হয়, স্টক ব্রোকার এবং মার্চেন্ট ব্যাংক প্রদত্ত মার্জিন ঋণ প্রদানের বিপরীতে গ্রাহকের নিকট থেকে কস্ট অব ফান্ডের সঙ্গে অতিরিক্ত সর্বোচ্চ ৩ শতাংশ স্প্রেড আদায় করতে পারবে। কিন্তু কোনোক্রমেই মার্জিনের সুদ হার ১২ শতাংশের বেশি হবে না। এর আগে বিভিন্ন মার্চেন্ট ব্যাংক বিভিন্ন হারে সুদ নিতো। কিন্তু সরকার ঋণ ও আমানতের সুদহার নির্ধারণ করে দেওয়ায় কোন মার্চেন্ট ব্যাংকই এখন ৯ শতাংশের বেশি সুদে ঋণ নিচ্ছেন। তাই বিভিন্ন হারে মার্জিন ঋণের সুদ নেওয়াও বিনিয়োগকারীদের জন্য ভোগান্তির। মূলত এই কারণেই নিয়ন্ত্রক সংস্থা এই সুদ হার নির্ধারণ করে দিল।
×