ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

এম এম শাহরিয়ার রুমী লাইফ সাপোর্টে

প্রকাশিত: ১১:৩১, ৮ মার্চ ২০২১

এম এম শাহরিয়ার রুমী লাইফ সাপোর্টে

স্টাফ রিপোর্টার ॥ বীর মুক্তিযোদ্ধা, সাবেক ছাত্রলীগ ও ফরিদপুরের আওয়ামী লীগ নেতা এম এম শাহরিয়ার রুমী গুরুতর অসুস্থ অবস্থায় ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন আছেন। শাহরিয়ার রুমী বঙ্গবন্ধুর বাল্যবন্ধু, আজীবন রাজনৈতিক সহচর , মুক্তিযুদ্ধের সংগঠকক, সাবেক গভর্নর, এমপি, সংবিধান রচয়িতাদের অন্যতম ফরিদপুরের কৃতী সন্তান অ্যাডোকেট শামসুদ্দীন মোল্লার বড় ছেলে। এম এম শাহরিয়ার রুমী আজ দীর্ঘ ১৯ দিন মৃত্যুর সঙ্গে যুদ্ধ করছেন। চার বছর আগে তাঁর দুটি কিডনিই অকেজো হয়ে গেছ। সপ্তাহে তিনবার ডায়ালাইসিস করাতে হচ্ছে। গত ১৫ ফেব্রুয়ারি ২০২১ তার বড় ধরনের হার্ট অ্যাটাক হলে তাঁকে ১৬ ফেব্রুয়ারি স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ২৪ ফেব্রুয়ারি তাঁকে ঢাকার ইউনাইটেড হাসপাতালে নিয়ে গেলে ওইদিনই তাঁর হাটে অ্যানজিওপ্লাস্টির মাধ্যমে রিং বসানো হয়। অতি দুর্ভাগ্যজনকভাবে তার পরপরই ব্রেইন স্ট্রোক হওয়ায় তাঁর মস্তিষ্কে বড় ধরনের অস্ত্রপচার করা হয়। ২৫ ফেব্রুয়ারি থেকে তিনি লাইফ সাপোর্টে আছেন। এম এম শাহরিয়ার রুমীর সহপাঠী প্রখ্যাত নিউরো বিশেষজ্ঞ প্রফেসর দ্বীন মোহাম্মদ ২ মার্চ ইউনাইটেড হাসপাতালে তাঁকে দেখে বলেছেন (রুমীকে) সিএমএইচে নিতে হবে, কারণ এই চিকিৎসা দীর্ঘদিনের ও অনেক ব্যয়সাপেক্ষ। গত ৬ মার্চ তাঁর শরীরে আরো তিনটি অস্ত্রপচার করা হয়। কারণ মস্তিষ্কে এখনও রক্ত জমাট বেঁধে আছে। শামসুদ্দীন মোল্লার স্ত্রী যোবায়দা শামসুদ্দীন ডিমেনশিয়ায় আক্রান্ত।পরিবারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সদয় হস্তক্ষেপ কামনা করা হয়েছে। এম এম শাহরিয়ার রুমীর ছোট ভাই, বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ ও পরিকল্পনা উপ কমিটির সদস্য কামরুজ্জামান কাফী প্রধানমন্ত্রী সমীপে লেখা এক পত্রে এম এম শাহরিয়ার রুমীর পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রীর প্রতি অনুরোধ রেখেছেন। তিনি পত্রে উল্লেখ করেছেন, স্বাধীনতার এই সুবর্ণ জয়ন্তীতে প্রধানমন্ত্রী আমাদের পরিবারের পাশে দাঁড়ালে আমাদের বাবা মরহুম শামসুদ্দীন মোল্লার আত্মা শান্তি পাবে।
×