ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সৌদি বিমানবন্দরে ড্রোন হামলায় বাংলাদেশের নিন্দা

প্রকাশিত: ০০:২২, ৮ মার্চ ২০২১

সৌদি বিমানবন্দরে ড্রোন হামলায় বাংলাদেশের নিন্দা

জনকণ্ঠ ডেস্ক ॥ সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে ইয়েমেনের হুতিদের ড্রোন হামলার নিন্দা জানিয়েছে বাংলাদেশ। রবিবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এ নিন্দা জানানো হয়। খবর অনলাইনের। বিজ্ঞপ্তিতে বলা হয়, সৌদি আরবের আবহা আন্তর্জাতিক বিমানবন্দরে ১০ ও ১৭ ফেব্রুয়ারি হুতি বিদ্রোহীরা ড্রোন হামলা চালায়। এতে বিমানবন্দরের এয়ারক্রাফট ক্ষতিগ্রস্ত হয়। বাংলাদেশ এ ঘটনার তীব্র নিন্দা জানায়। একইসঙ্গে গভীর উদ্বেগ প্রকাশ করছে। বাংলাদেশ এ ঘটনায় সৌদি আরবের সঙ্গে সংহতি জানাচ্ছে। পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, বিনা উসকানিতে হুতি বিদ্রোহীদের এ হামলা মধ্যপ্রাচ্যের শান্তি ও নিরাপত্তাকে ক্ষতিগ্রস্ত করবে। অবিলম্বে এসব হামলা বন্ধের আহ্বান জানিয়ে এমন আগ্রাসনের মুখে ভ্রাতৃপ্রতিম দেশ সৌদি আরবের প্রতি সংহতি পুনরাবৃত্তি করেছে বাংলাদেশ। বিবৃতিতে আরও বলা হয়, সৌদির নিরাপত্তা, আঞ্চলিক অখণ্ডতা ও এ অঞ্চলে শান্তি এবং স্থিতিশীলতা প্রতিষ্ঠায় তাদের চেষ্টার বিরুদ্ধে যে কোন হুমকি দেশটির প্রতি পূর্ণ সমর্থন প্রকাশ করেছে বাংলাদেশ।
×