ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কোভ্যাকসিন ৮১ শতাংশ কার্যকর ॥ দাবি ভারত বায়োটেকের

প্রকাশিত: ২২:৪২, ৮ মার্চ ২০২১

কোভ্যাকসিন ৮১ শতাংশ কার্যকর ॥ দাবি ভারত বায়োটেকের

জনকণ্ঠ ডেস্ক ॥ ভারতের ভ্যাকসিন প্রস্তুতকারক সংস্থা ভারত বায়োটেক দাবি করেছে, তাদের নিজস্ব ‘কোভ্যাকসিন’-এর তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে, কোভিড-১৯ প্রতিরোধে এটি ৮১ শতাংশ কার্যকর। অন্যদিকে সারাবিশ্বে রবিবার পর্যন্ত করোনা আক্রান্ত হয়েছে ১১ কোটি ৭২ লাখ ৬৬ হাজার ৭৯৩ জন। মারা গেছে ২৬ লাখ ২ হাজার ৫৩০ জন। সুস্থ হয়েছে ৯ কোটি ২৭ লাখ ৯৫ হাজার ৬৪৯ জন। হাসপাতালে ভর্তি ২ কোটি ১৮ লাখ ৩২ হাজার ৯৭০ জন। যাদের মধ্যে ৮৯ হাজার ৫০২ জনের অবস্থা আশঙ্কাজনক। গত ২৪ ঘণ্টায় ৪ লাখ ৫ হাজার ৬৫৬ জন নতুন করে করোনা সংক্রমিত হয়েছে। একদিনে মারা গেছে ৭ হাজার ৭৪১ জন। খবর বিবিসি, সিএনএন, আলজাজিরা, রয়টার্স ও ওয়ার্ল্ডোমিটার্সের। ভারত বায়োটেক বলেছে, কোভ্যাকসিনের তৃতীয় ধাপের ক্লিনিক্যাল ট্রায়ালে ২৫ হাজার আট শ’ স্বেচ্ছাসেবক অংশ নিয়েছেন, যা ভারতে পরিচালিত সবচেয়ে বড় ট্রায়াল। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিক্যাল রিসার্চের (আইসিএমআর) সঙ্গে যৌথভাবে এ ট্রায়াল পরিচালনা করেছে ভারত বায়োটেক। তারা জানায়, ফল অনুযায়ী, ইতোমধ্যে আক্রান্ত নন, এমন ব্যক্তিদের কোভ্যাকসিনের দ্বিতীয় ডোজ দেয়ার পর, সেটি তাদের কোভিড-১৯ প্রতিরোধে ৮১ শতাংশ কার্যকর দেখাচ্ছে। ভারত বায়োটেকের চেয়ারম্যান ও ম্যানেজিং ডিরেক্টর ড. কৃষ্ণা এলা জানান, ২৭ হাজার স্বেচ্ছাসেবকের অংশগ্রহণে কোভ্যাকসিনের প্রথম, দ্বিতীয় ও তৃতীয় ধাপের ট্রায়াল সম্পন্ন হয়েছে। ভারতীয় সংস্থা ভারত বায়োটেক সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে তৈরি করেছে কোভ্যাকসিন।
×