ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হুতিদের ৫টি ড্রোন ধ্বংসের দাবি সৌদির

প্রকাশিত: ১৮:১০, ৭ মার্চ ২০২১

হুতিদের ৫টি ড্রোন ধ্বংসের দাবি সৌদির

অনলাইন রিপোর্টার ॥ প্রতিবেশী দেশ ইয়েমেনের হুতি বিদ্রোহীদের পাঠানো পাঁচটি সশস্ত্র ড্রোন ধ্বংস করার দাবি করেছে সৌদি নেতৃত্বাধীন জোট। রবিবার সৌদি গণমাধ্যম আল আরাবিয়ার প্রতিবেদনে বলা হয়, হুতিদের ছোড়া বেশ কয়েকটি ড্রোন শনাক্ত করে জোট বাহিনী। তবে মোট কয়টি ড্রোন শনাক্ত হয়েছিল বা সেগুলো কোন দিকে যাচ্ছিল, এসব বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। এদিকে ইয়েমেনের সরকারি বাহিনী ও হুতি বিদ্রোহীদের মধ্যে সংঘর্ষে অন্তত ৯০ যোদ্ধা নিহত হয়েছেন। সরকারি সূত্রের বরাতে বার্তা সংস্থা এএফপি বলছে, শনিবার ২৪ ঘণ্টায় এ রক্তপাতের ঘটনা ঘটেছে। এছাড়াও এতে কয়েক ডজন লোক আহত হয়েছেন। মারিব অঞ্চলের নিয়ন্ত্রণ নিতে গত মাসে অভিযান চালায় শিয়া বিদ্রোহীরা। এটি দেশটিতে সৌদি-নেতৃত্বাধীন সামরিক জোট সমর্থিত সরকারি বাহিনীর হাতে থাকা সর্বশেষ ঘাঁটি। সূত্র জানিয়েছে, তেল-সমৃদ্ধ প্রদেশটিতে সংঘর্ষে সরকারি বাহিনীর ৩২ যোদ্ধা নিহত হন। আর সৌদি জোটের বিমান হামলায় ৫৮ হুতি বিদ্রোহীর প্রাণহানি ঘটে। হুতিদের এই অগ্রগতি প্রতিবেশী সৌদি আরবের জন্যও বিপত্তির কারণ হয়ে দেখা দেবে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে দেশটিতে প্রায়ই ক্ষেপণাস্ত্র হামলা চালাতে দেখা গেছে ইয়েমেনি বিদ্রোহীদের। শুক্রবার হুতিদের নিক্ষেপ করা কয়েকটি ড্রোন সৌদি আটকে দিতে পারলেও তাদের দুজন নাগরিক আহত হয়েছেন।
×