ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

লক্ষ্মীপুরে বঙ্গবন্ধুর খুনি ও তাদের পৃষ্ঠপোষকদের আইনের আওতায় আনার দাবি

প্রকাশিত: ১৪:১৭, ৭ মার্চ ২০২১

লক্ষ্মীপুরে বঙ্গবন্ধুর খুনি ও তাদের পৃষ্ঠপোষকদের আইনের আওতায় আনার দাবি

নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর ॥ লক্ষ্মীপুরে ৭৫ সালের ১৫ আগস্ঠ ও ২০০৪ সালের ও ২১ আগস্টে এর খুনি, শেখ হাসিনাকে হত্যার ষড়যন্ত্রকারী, সকল ঘটনার পরিকল্পনাকারী ও সুবিধাভোগীদের আইনের আওতায় আনার দাবিতে মানববন্ধন কর্মসূচী পালন করা হয়েছে। ঐতিহাসিক ৭ই মার্চ জাতীয় দিবস উপলক্ষে আজ রবিবার সকালে লক্ষ্মীপুর প্রেসক্লাব প্রাঙ্গণে আমরা ক’জন মুজিব সেনার ব্যানারে এ কর্মসূচী পালন করা হয়। এ সময় মানববন্ধনে বক্তব্য রাখেন, সংগঠনের জেলা সদস্য সভা পরিচালনাকারী কবি মুজতবা আল মামুন, জেলা আওয়ামী লীগ সাবেক সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মাষ্টার, সাবেক ছাত্র নেতা মাহবুবুল আলম বাবু, আবু তালেব হালান, মোফাচ্ছের হোসেন চুন্নু, সোহাগ পাটোয়ারী, আমজাদ হোসেন আজিম, শাকিল কাজী, রিয়াজ পাটোয়ারী, ফজুলুর রহমান ঢালি, আহাদ নিজাম প্রমুখ। মানববন্ধন থেকে বক্তারা সকল খুনির পৌষ্যদের সম্পদ বাজেয়াপ্ত করে সরকারি সকল সুবিধা বাতিল করে তাদের ৩য় শ্রেণীর নাগরিক করার দাবী জানান।
×