ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নেত্রকোনায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

প্রকাশিত: ১৪:০৪, ৭ মার্চ ২০২১

নেত্রকোনায় ঐতিহাসিক ৭ই মার্চ পালিত

নিজস্ব সংবাদদাতা, নেত্রকোনা ॥ জেলা প্রশাসন, আওয়ামী লীগ ও সেক্টর কমান্ডার্স ফোরামসহ বিভিন্ন সংগঠনের নানা কর্মসূচীর মধ্য দিয়ে আজ রবিবার ঐতিহাসিক ৭ই মার্চ পালিত হয়েছে। সকাল ৮টায় মোক্তারপাড়া মাঠে জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমান, পুলিশ সুপার আকবর আলী মুন্সী, জেলা পরিষদ চেয়ারম্যান প্রশান্ত কুমার রায়, পৌর মেয়র নজরুল ইসলাম খান, জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান, সদর উপজেলার চেয়ারম্যান অধ্যাপক তফসির উদ্দিন খানসহ জেলা আওয়ামী লীগ, মুক্তিযোদ্ধা সংসদ, সেক্টর কমান্ডার্স ফোরাম, রেডক্রিসেন্ট সোসাইটিসহ বিভিন্ন সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠান বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এছাড়াও সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মোঃ আশরাফ আলী খান খসরু এমপি এবং সংরক্ষিত আসনের সংসদ সদস্য হাবিবা রহমান খানের পক্ষে পুস্পস্তবক অর্পণ করেন তাদের প্রতিনিধিরা। পরে পাবলিক হলে জেলা প্রশাসক কাজি মোঃ আবদুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এছাড়াও দিবসটি উপলক্ষে শিশু একাডেমির উদ্যোগে রচনা ও বঙ্গবন্ধুর ভাষণ প্রতিযোগিতা, ছড়া-কবিতা পাঠ, চিত্রাঙ্কন এবং জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে আবৃত্তি এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
×