ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

হবিগঞ্জে ফুলকপি ৫ টাকা, কৃষকরা হতাশ

প্রকাশিত: ১৩:৫০, ৭ মার্চ ২০২১

হবিগঞ্জে ফুলকপি ৫ টাকা, কৃষকরা হতাশ

নিজস্ব সংবাদদাতা, হবিগঞ্জ ॥ হবিগঞ্জে ফুলকপি মাত্র পাঁচ থেকে সাত টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর মূল্যহীন হয়ে পড়ায় বাঁধাকপি ব্যবহৃত হচ্ছে গোখাদ্য হিসেবে। দাম কমে যাওয়ায় জমিতেই নষ্ট হচ্ছে এসব কপি। তবে খুচরা বাজারে দ্বিগুণ মূল্যেই বিক্রি হচ্ছে এ দুই ধরনের কপি। জেলার চুনারুঘাট উপজেলার গোপালপুরের বাসিন্দা কৃষক ফারুক আহমেদ বলেন, ‘ফুলকপি ও বাঁধাকপি চাষে প্রচুর শ্রম ও টাকা ব্যয় করতে হয়েছে। কিছুদিন হলো ফুলকপি পাইকারী বাজারে পাঁ টাকা কেজিতে বিক্রি করতে হচ্ছে। বাঁধাকপির দাম নেই বললেই চলে। ক্ষেত থেকে কপি তুলে বাজারে নেওয়ার পর শ্রমিকের মজুরি ও বাজারে নেওয়ার ভাড়ার টাকাই উঠেছে না।’ ফারুক আহমেদের মতো জেলার কয়েকশ’ কৃষক কপির দাম নিয়ে হতাশ। পাশাপাশি অন্যান্য সবজির দামও কম পাচ্ছেন কৃষকরা। কৃষি বিভাগ বলছে, অনুকূল আবহাওয়ায় এবার সবজির বাম্পার ফলন হয়েছে। তাই সবজির দাম কিছুটা কম। খুচরা বিক্রেতা শামীম মিয়া বলেন, ‘সবজির দাম কিছুটা কম। ফুলকপি ১০ থেকে ১২ টাকা কেজিতে বিক্রি করছি। বাঁধাকপি ৮ থেকে ১০ টাকা। পাইকারিভাবে কিনে বিক্রির আগ পর্যন্ত আমাদের খরচ আছে। অল্প লাভে বিক্রি করছি।’ জেলা কৃষি স¤প্রসারণ অধিদফতেরের উপ-পরিচালক কৃষিবিদ মো. তমিজ উদ্দিন খান জানান, কৃষিবিভাগ কাজ করছে। কৃষিবিভাগের কাছ থেকে পরামর্শ নিয়ে চাষিরা সবজির ব্যাপক চাষাবাদ করছেন। জেলাজুড়ে সবজির বাম্পার ফলন হয়েছে। আমদানী বেশি থাকায় সবজির দাম কমেছে। এ অবস্থা থাকবে না। দ্রুত পরিস্থিতি ঠিক হয়ে যাবে।’
×